ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড়ে।
Rajasthan: 10 dead after two vehicles collided with each other in Chittorgarh. Injured have been shifted to hospital. More details awaited.
— ANI (@ANI) December 12, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রতলাম জেলা থেকে যাত্রীবোঝাই একটি জিপ রাজস্থানে আসছিল। শনিবার সন্ধ্যায় ওই জিপটা উদয়পুর-নিন্বাহেড়া রাজ্য সড়ক দিয়ে আসছিল। চিতোরগড় জেলার একটি এলাকায় দিয়ে যাওয়ার সময় আচমকা সামনে থেকে একটি ট্রেলার এসে সজোরে ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান জিপে থাকা আট জন যাত্রী। পরে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ২ জনের মৃত্যু হয়। জখম অবস্থায় এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভরতি রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় থানার পুলিশকর্মীরা। তারপর এলাকার বাসিন্দাদের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে জখম যাত্রীদের বের করে হাসপাতালে ভরতি করা হয়। এখনও পর্যন্ত এই দুর্ঘটনার ফলে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি জখমদের হাসপাতালে ভরতি করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.