Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh

মর্মান্তিক কাণ্ড ছত্তিশগড়ের শপিংমলে, বাবার কোল থেকে পড়ে মৃত্যু একরত্তির

তিন তলা থেকে পড়ে যায় শিশুটি।

1 Year Old Slips From Father's Arms and Falls To Death in Chhattisgarh
Published by: Kishore Ghosh
  • Posted:March 20, 2024 4:39 pm
  • Updated:March 20, 2024 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুর শহরের একটি শপিংমলে। ওই মলের তিন তলায় এসকেলেটরের সামনে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। কোলে ছিল এক বছরের সন্তান। আচমকা বাবার কোল থেকে হাত ফসকে পড়ে যায় একরত্তি। মুহূর্তের অসাবধানতায় কংক্রিটের মেঝেতে পড়ে মৃত্যু হয় শিশুটির। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। যা দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এসকেলেটরের সামনে দাঁড়িয়ে শপিংমলে কেনাকাটা করতে আসা একটি পরিবার। যুবক এক হাত দিয়ে কোলে নিয়েছেন এক বছরের শিশুকে। অন্য হাতে ধরে দাঁড়িয়ে পাঁচ বছরের শিশু। এই অবস্থায় মুহূর্তের জন্য শরীরের ভারসাম্য হারান যুবক। তখনই তিন তলা উঁচু থেকে পড়ে যায় কোলের শিশুটি। কাছাকাছি থাকা লোকেরা ছুটে এলেও শিশুটিকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকার।

 

[আরও পড়ুন: পুরনিয়োগ মামলায় আপাতত ED-CBI নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ]

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী থাকলেও, সিসিটিভি ফুটেজ পাওয়া গেলেও খবর পায় ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। অন্যদিকে বাবার কোল থেকে পড়ে সন্তানের মর্মান্তিক মৃত্যুতে শোকের সমুদ্রে গোটা পরিবার।

 

[আরও পড়ুন: ‘কুণাল ঘোষকে প্রণাম, ভবিষ্যদ্বাণী মিলেছে’, ‘সুপ্রিম’ রায়ে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement