Advertisement
Advertisement
Maharashtra

গাড়িতে গরুর মাংস কেন? মহারাষ্ট্রে দুই মুসলিম যুবককে লোহার রড দিয়ে মার, মৃত ১

খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

1 killed after mob attacks 2 men for allegedly carrying beef in car in Maharashtra | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 26, 2023 12:52 pm
  • Updated:June 26, 2023 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) দুই মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করল একদল দুষ্কৃতী। লোহার রড দিয়ে পিটিয়ে আধমরা করা হয় তাঁদের। পরে পুলিশ দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। সেখানে মৃত্যু হয়েছে একজনের। মুসলিম যুবকদের বিরুদ্ধে অভিযোগ, একটি গাড়িতে গরুর মাংস নিয়ে যাচ্ছিলেন তাঁরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত শনিবারের। নাসিকের সিন্নার ঘোটি হাইওয়েতে ঘটে হত্যাকাণ্ড। সোমবার ঘটনার কথা স্বীকার করেছে পুলিশ। একদল দুষ্কৃতীর মারে মৃত্যু হয়েছে আফান আব্দুল মাজিদ আনসারির। আফান এবং নাসির শেখ একটি চারচাকায় মুম্বই যাচ্ছিলেন। সিন্নার ঘোটি হাইওয়েতে তাঁদের গাড়ি থামায় মারমুখী ১৫ জনের একটি দল। তাঁরা দাবি করে, মুসলিম যুবকদের গাড়িতে গরুর মাংস ছিল।

Advertisement

[আরও পড়ুন: সিনেমায় মন নেই! মদের ব্যবসা শুরু করলেন সঞ্জয় দত্ত]

এই ‘অপরাধে’ই ১৫ জন মিলে দুই যুবকের উপর চড়াও হয়। লাথি-ঘুসি-চড়ের পাশাপাশি লোহার রড দিয়ে মারধর করা হয় দুই যুবককে। ভয়ংকর মারে চোটে জ্ঞান হারান উভয়েই। এর মধ্যে পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। পুলিশকর্মীরা দুই যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আফান আব্দুল মাজিদ আনসারির। খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

[আরও পড়ুন: সিরিয়ায় ইদের বাজারে হামলা রাশিয়ার, বোমার আঘাতে মৃত অন্তত ১২]

গত মার্চ মাসে বিহারে (Bihar) ৫৬ বছরের নাসিম কুরেশিকে গরুর মাংস পাচারের অভিযোগে পিটিয়ে হত্যা করেছিল একদল ব্যক্তি। ওই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছিল বিহার পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement