Advertisement
Advertisement

Breaking News

Russia

রুশ ফৌজের হয়ে লড়তে গিয়ে নিহত কেরলের যুবক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক!

মৃত যুবকের দেহ দ্রুত দেশে ফেরানো নিয়ে রুশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে বিদেশমন্ত্রক।

1 Indian Killed, Another Wounded While Serving In Russian Army
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 14, 2025 7:47 pm
  • Updated:January 14, 2025 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে ফের মৃত্যু ভারতীয়র। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক। আজ মঙ্গলবার এমনই তথ্য জানিয়েছে বিদেশমন্ত্রক। চাকরির টোপ দিয়ে ভারতীয়দের যোগ দেওয়ানো হয়েছে রুশ সেনায়। জোর করে তাঁদের নামানো হচ্ছে রণক্ষেত্রে। গত বছরের গোঁড়ার দিকে এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্কের মুখে পড়ে কেন্দ্র। নড়েচড়ে বসে বিদেশমন্ত্রকও। রুশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ভারতীয়দের ফেরানো নিয়ে তৎপরতাও শুরু হয়। কিন্তু এখনও রুশ ফৌজে প্রাণের ঝুঁকি নিয়ে আটকে রয়েছেন বহু। 

জানা গিয়েছে, যুদ্ধের ময়দানে যিনি প্রাণ হারিয়েছেন তিনি কেরলের বাসিন্দা ছিলেন। যে যুবক আহত হয়েছেন তিনিও এই রাজ্যেই থাকেন। আজ বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক জানায়, “রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আর একজন। মস্কোর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁরা দুজনেই কেরল থেকে রাশিয়ায় গিয়েছিলেন। মৃত যুবকের দেহ দ্রুত দেশে ফেরানোর জন্য রুশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা আহত যুবকের দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁকেও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।” পাশাপাশি বিবৃতিতে এও জানানো হয়েছে যে, সেনাবাহিনী থেকে ভারতীয়দের অব্যাহতি দেওয়ার জন্য রুশ সরকারের সঙ্গে কথা চলছে। এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Advertisement

সূত্রের খবর, প্রায় একশোর কাছাকাছি ভারতীয়কে চাকরিকে প্রলোভন দেখিয় রাশিয়ার পাঠানো হয়েছিল। তারপর তাঁদের জোর করে রুশসেনায় যোগদান করিয়ে যুদ্ধের ময়দানে নামানো হচ্ছে। ইউক্রেনের ফৌজের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এঁদের মধ্যে কয়েকজন। গত বছর রাশিয়া সফরে এনিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর গত সেপ্টেম্বর মাসে বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ফিরেছেন ৪৫ জন। তবে ৫০ ভারতীয় এখনও আটকে রয়েছেন রাশিয়ায়। যে চক্র এই মানবপাচার করছে তাদের খোঁজে গোটা দেশজুড়ে চলছে তল্লাশি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement