Advertisement
Advertisement

Breaking News

খুনের হুমকি দিয়ে চলত ধর্ষণ, বুলধানা কাণ্ডে গ্রেফতার ১১

সমাজের চোখে শ্রদ্ধেয় শিক্ষকরা কী করে এমন বিকারগ্রস্ত মানসিকতার পরিচয় দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷

1 girl was 'raped at knifepoint' for 6 months
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 3:10 pm
  • Updated:November 5, 2016 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ‘ভক্ষক’ শিক্ষকদের ধর্ষণের বিষয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷  বুলধানা জেলার হিভারখেড়ার একটি আবাসিক স্কুলে ১২ জন নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ঝাড়ুদার  ইতুসিং পাওয়ারের বিষয়ে ছাত্রীর পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে৷ অভিযোগে বলা হয়েছে, এক ছাত্রীকে গত ছ’মাস ধরে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করে এসেছে ইতুসিং৷ প্রথমে ছাত্রী যৌন হেনস্তার প্রতিবাদ করলে ইতুসিং তাকে খুন করার হুমকি দেয়৷ প্রাণের ভয়ে সে প্রতিবাদ জানায়নি আর৷ আর সেই সুযোগেই দিনের পর দিন ছাত্রীকে ধর্ষণ করে গিয়েছে সে৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ১২ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিনাধি আশ্রম আবাসিক স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালন কমিটির সভাপতি-সহ সাত শিক্ষক ও শিক্ষাকর্মী, ঝাড়ুদার ও রাঁধুনিকে৷ জানা গিয়েছে, ক্রমাগত ধর্ষণের ফলে ১২ জন ছাত্রীর মধ্যে তিন জন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে৷ দিওয়ালির ছুটিতে ছাত্রীরা নিজেদের গ্রামের বাড়িতে ফিরলে, তাদের তিন জনের শারীরিক অসুস্থতা এবং পেট ব্যথার জন্য তাঁদের চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবারের সদস্যরা৷ আর ডাক্তারি পরীক্ষার পরই জানতে পারা যায় যে ওই তিন ছাত্রী অন্তঃসত্ত্বা৷ এখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশের প্রথমিক অনুমান আবাসনের আরও ছাত্রীরা ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন৷

Advertisement

ঘটনার কথা মনে করতে গিয়ে শিউরে ওঠেন গ্রামের ডেপুটি সরপঞ্চ বুলেসতেরনি সতী ভোঁসলে৷ তিনি বলেন, “দীপাবলির সময় গ্রামের সব মেয়েরা ছুটোছুটি করে খেলা করছিল৷ কিন্তু তিন জন চুপ করে এক কোণে বসে ছিল৷ আমরা ওদের জিজ্ঞাসা করি, কেন খেলছে না? তখন ওরা জানায়, ওদের পেটে খুব ব্যথা হচ্ছে৷ তলপেটে ভারী কিছু রয়েছে৷ আমরা ওদের ডাক্তারের কাছে নিয়ে যাই৷ ডাক্তার পরীক্ষা করে জানান, তিনটি মেয়েই অন্তঃসত্ত্বা৷ এরপর ওই বাচ্চা মেয়েগুলোকে জিজ্ঞাসা করে শিক্ষকদের এই অত্যাচারের কথা জানতে পারি৷”

সমাজের চোখে শ্রদ্ধেয় শিক্ষকরা কী করে এমন বিকারগ্রস্ত মানসিকতার পরিচয় দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement