সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণাবর্তের বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু (Tamil Nadu)। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে গিয়েছে সেরাজ্যের চারটি জেলা। ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর মিলেছে তামিলনাড়ু থেকে। উদ্ধারকাজ চালাতে বায়ুসেনার সাহায্য চেয়েছে সেরাজ্যের প্রশাসন। চার জেলায় সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। এহেন পরিস্থিতিতে তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, মাসের শুরুতেই ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বিপর্যস্ত হয়েছিল চেন্নাই (Chennai)-সহ তামিলনাড়ুর একাধিক এলাকা। কয়েকদিনের মধ্যেই ফের বিপাকে সেরাজ্যের আমজনতা।
রবিবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর চার জেলায়। তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশী ও কন্যাকুমারীতে একেবারে বিপর্যস্ত জনজীবন। তুতিকোরিনে বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। যদিও তাঁর পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই উদ্ধারকাজ চালাতে বায়ুসেনার সাহায্য চেয়েছে তামিলনাড়ু প্রশাসন। সোমবার চার রাজ্যের সমস্ত স্কুল, ব্যাঙ্ক ও অফিস বন্ধ রাখা হয়েছে। তবে এদিনও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার রাজ্যে।
গোদের উপর বিষফোঁড়ার মতো ক্ষতিগ্রস্ত চার জেলায় জল ছাড়তে শুরু করেছে বেশ কয়েকটি বাঁধ। অন্তত তিনটি বাঁধ থেকে জল ছাড়ার ফলে কোমর জলে ডুবেছে চার জেলা। যদিও বাঁধের জল ছাড়া নিয়ে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় নজর রাখার জন্য উচ্চপর্যায়ের আধিকারিককে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
উল্লেখ্য, মাসের শুরুতেও ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়েছিল চেন্নাই-সহ বেশ কয়েকটি এলাকা। সবমিলিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল। আটকে পড়েছিলেন আমির খান, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের প্রকৃতির রোষে দক্ষিণের রাজ্যটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.