Advertisement
Advertisement

Breaking News

Kerala

কেরলে প্রার্থনা চলাকালীন পর পর বিস্ফোরণ, মৃত ১, আহত বহু

নেপথ্যে কি জঙ্গি সংগঠন?

1 Dead In Blast At Convention Centre In Kerala | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:October 29, 2023 12:05 pm
  • Updated:October 29, 2023 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের (Kerala) একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলাকলীন ভয়াবহ বিস্ফোরণ (Blast)। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। জখম হয়েছেন কমপক্ষে ৩৬ জন। রবিবার প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পর পর তিনটি বিস্ফোরণ ঘটেছে। তাতেই মৃত্যু হয়েছে এক জনের, বাকিরা জখম হয়েছেন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, কনভেনশন সেন্টারে রবিবারের প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না! 

ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম শহরের কালামাসেরি এলাকার একটি কনভেনশন সেন্টারে। সেখানে গত তিন দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল বলে খবর। রবিবার প্রার্থনার মাঝে আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত এক মহিলার দাবি, তিনটি বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে তখন প্রায় ২ হাজার মানুষ ছিলেন। এর ফলেই ৩৬ জন জখম হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের]

মন্ত্রী পি রাজীব জানিয়েছেন, বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়েছে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। জখমদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর বক্তব্য, কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। এদিকে পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ ফোনে বিস্ফোরণের খবর মেলে। ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কনভেনশন সেন্টারের বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে। শিশুরা ভয়ে চিৎকার করছে।

প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে এনআইএ-র চার সদস্যের একটি দল। বিস্ফোরণের খবরে প্রতিক্রিয়া দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ‘দুর্ভাগ্যজনক’ ঘটনার পরেই শীর্ষ আধিকারিকদের এর্নাকুলামে পাঠানো হয়েছে বলে জানান বিজায়ন। 

[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement