Advertisement
Advertisement

Breaking News

Mumbai

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ স্কুল, ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা! ম্যানহোলে পড়ে মৃত ১

পাঁচ ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

1 dead as rain paralyses Mumbai and schools shuts
Published by: Kishore Ghosh
  • Posted:September 26, 2024 10:52 am
  • Updated:September 26, 2024 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ বঙ্গ যখন বন্যায় বিপর্যস্ত। একটানা বৃষ্টি চলছে শহর কলকাতাতে। সেই একই সময়ে দুর্যোগ চলছে মুম্বই শহরেও। গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের জেরে মুম্বই শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা। বহু রাস্তা জলমগ্ন হওয়ায় প্রশাসন বৃহস্পতিবার স্কুল ও কলেজ বন্ধ করেছে। এখনও পর্যন্ত দুর্যোগে মৃত্যু হয়েছে একজনের।

বুধবার বিকেল থেকে একটানা বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার ভোরের দিকে একটু কমলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগ আপাতত চলবে। বৃষ্টি চলবে ১ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা অবধি মুম্বই শহরের জন্য লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। ওই সময়ের পর থেকে হলুদ সতর্কতা জারি রয়েছে। পরিসংখ্যান বলছে মাত্র পাঁচ ঘণ্টায় মুম্বইয়ে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। অল্প সময়ে এত পরিমাণ বৃষ্টির কারণে বাণিজ্যনগরীর অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে যায়। জল জমেছে মুম্বই বিমানবন্দরেও। এখনও পর্যন্ত ১৪টি বিমান মুম্বইয়ে অবতরণ করতে পারেনি। লাইনে জল জমায় বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন চলাচল। বিমান পরিবহণ সংস্থাগুলি যাত্রীদের উড়ানসূচির দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে।

Advertisement

আন্ধেরিতে জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মূলত এর জেরেই আগামী কয়েক দিন কোঙ্কণ উপকূল এবং গোয়ায় বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement