Advertisement
Advertisement

Breaking News

New Delhi

অনুমতি ছাড়াই মন্দিরে দেবীর নাম সংকীর্তনের অনুষ্ঠান, মঞ্চ ভেঙে মৃত ১

ঘটনায় গুরুতর আহত হন অন্তত ১৭ জন।

1 dead, 17 injured at Delhi's Kalkaji temple after stage collapsed | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 28, 2024 8:57 am
  • Updated:January 28, 2024 9:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির নামী মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা। ভেঙে পড়ল মাতা জাগরণ অর্থাৎ রাত জেগে দেবীর নাম সংকীর্তনের অনুষ্ঠানের মঞ্চ। যার জেরে মৃত্যু হল একজনের। গুরুতর জখম অন্তত ১৭।

বহু নাম করা মন্দিরেই ‘মাতা জাগরণে’র অনুষ্ঠান হয়ে থাকে। যে অনুষ্ঠানে ভক্তরা একত্রিক হয়ে রাতভর ঈশ্বরের নাম জপেন। নানা ভক্তিমূলক গান গাওয়া হয়। ঈশ্বরের নামে দুহাত তুলে নেচে ওঠেন ভক্তরা। শুক্র থেকে শনিবার রাতের মধ্যে তেমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরের মোহন্ত পরিসরে। যদিও এই অনুষ্ঠানের অনুমতি ছিল না বলেই খবর। সেখানেই একটা সময় একসঙ্গে মঞ্চে উঠে পড়েন বেশ কয়েকজন ভক্ত। আর তাতেই ঘটে দুর্ঘটনা।

Advertisement

[আরও পড়ুন: ‘ইন্ডিয়ার আর্কিটেক্ট নীতীশ, কো-আর্কিটেক্ট মমতা’, জটেও জোট নিয়ে আশাবাদী কংগ্রেস]

হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। ঘটনায় মৃত্যু হয় একজনের। গুরুতর আহত হন অন্তত ১৭ জন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁদের চিকিৎসা চলছে। তবে বিনা অনুমতিতে কীভাবে এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই সময় পুলিশ উপস্থিত থাকলেও, তাঁরা যে নির্বাক দর্শকের ভূমিকাই পালন করেছেন, তেমন অভিযোগই উঠে আসছে।

[আরও পড়ুন: ‘এক বলিষ্ঠ অভিনেত্রীকে হারালাম’, শ্রীলা মজুমদারের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement