সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের ঝড়ে যখন দেশ উত্তাল, রাস্তায় বান্ডিল বান্ডিল পুরনো ৫০০, ১০০০ টাকার নোট পড়ে থাকতে দেখেও সাধারণ মানুষ যখন মুখ ফিরিয়ে নিচ্ছে ঠিক তখনই উড়িষ্যার এক ব্যাঙ্ক থেকে চুরি গেল ১.১৫ কোটি টাকা, তাও সবই পুরনো নোট৷
সোমবার উড়িষ্যার ঢেঙ্কানল এলাকার এক গ্রামীন ব্যাঙ্ক এই ঘটনাটি ঘটে৷ চুরি হয়ে যাওয়া টাকা পুরোটাই ছিল পুরনো নোটে৷ শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল৷ সোমবার ব্যাঙ্ক খোলার পর দেখা যায় ব্যাঙ্কের ভল্ট থেকে ১.১৫ কোটি টাকা উধাও৷
ঢেঙ্কানল থানার আইসির মতে, দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় স্ট্রং-রুমে থাকা লোহার ক্যাশ বাক্স থেকে বাতিল ৫০০, ১০০০ টাকার নোট মিলিয়ে মোট নগদ ৮.৮৫ কোটি টাকার মধ্যে ১.১৫ কোটি টাকা চুরি হয়েছে৷
তিনি আরও জানিয়েছেন যে, আমাদের সন্দেহ এই চুরির পিছনে ব্যাঙ্কের কোনও কর্মী জড়িত৷ ব্যাঙ্কের স্ট্রং-রুমের লকারে তিনটি বড় বস্তায় করে রাখা ছিল নগদ সাত কোটি টাকা৷ সেই টাকা চুরি যায়নি দেখে অবাক লাগছে৷
ঢেঙ্কানল থানার খুব কাছেই এই ব্যাঙ্ক, তা সত্বেও কীভাবে এতগুলো টাকা চুরি গেল তা খতিয়ে দেখছে পুলিশ-সহ বিশেষজ্ঞদের দল৷ এমনটাই জানিয়েছেন এসপি বসন্তকুমার পানিগ্রাহী৷ তিনি আরও বলেছেন যে, “গোটা বিষয়টা তদন্তের জন্য ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ দেখা হবে৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.