Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় সেনা

সেনার কাঠামোয় বড় রদবদল, নজরদারিতে তৈরি হবে নয়া সেল

ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

Rajnath Singh has put his seal of approval to restructure the Indian Army
Published by: Tanujit Das
  • Posted:August 21, 2019 5:21 pm
  • Updated:August 21, 2019 11:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই ভারতীয় সেনার কাঠামোয় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র৷ স্পষ্ট জানান হয়েছিল, পুরনো পদ্ধতি ও গঠনতন্ত্রে বদল ঘটিয়ে, অত্যাধুনিক ছাঁচে গড়ে তোলা হবে সেনার পরিকাঠামো৷ এবং সেই লক্ষ্যেই বুধবার বড় ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ মানবাধিকার রক্ষার্থে এবার নয়া নজরদারি সেল খোলার ঘোষণা করলেন তিনি৷ জানালেন, এবার থেকে সেনা হেড কোয়ার্টারসের ২০৬ জন অফিসারকে সরাসরি ফিল্ড ইউনিটে বা ময়দানে নেমে, সকলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ তাঁদের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে৷

[ আরও পড়ুন: গতি বাড়াচ্ছে রাজধানী এক্সপ্রেস, মাত্র ১০ ঘণ্টায় পৌঁছনো যাবে দিল্লি ]

Advertisement

জানা গিয়েছে, সেক্ষেত্রে একটি পৃথক নজরদারি সেল খুলতে চলেছে কেন্দ্র৷ যার মাথায় থাকবেন  চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস)৷ গোটা প্রক্রিয়াটার উপর নজরদারি চালাবেন তিনি৷ তাঁর সঙ্গে থাকবেন ভাইস চিফ অফ আর্মি স্টাফ (ভিসিওএএস)৷ তিনি নজরদারি করবেন মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলির দিকে৷ এই  সেলকে একটা ছাতা হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা৷ যার মধ্যে থাকবেন এডিজি(ভিজিল্যান্স)৷ যিনি সরাসরি যোগাযোগ রাখবেন চিফ অফ আর্মি স্টাফের (সিওএএস) সঙ্গে৷ তাঁর নীচে থাকবেন স্থল-জল-বায়ু, তিন সেনার মেজর ব়্যাঙ্কের তিন অফিসার৷ 

[ আরও পড়ুন: সিনিয়রদের হুমকি, ব়্যাগিংয়ের ভয়ে নেড়া মাথায় সেলাম ঠুকলেন ১৫০ ডাক্তারি পড়ুয়া ]

সূত্রের খবর, মানবাধিকারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই হিউম্যান রাইটস সেকশন খোলার পরামর্শ দেওয়া হয়েছে সেনাকে৷ যার মাথায় বসানো হবে ভাইস চিফ অফ আর্মি স্টাফকে (ভিসিওএএস)৷ ফলে মানবাধিকার সংক্রান্ত অভাব, অভিযোগগুলি শোনার জন্য এবার থেকে একটি নির্দিষ্ট জায়গা তৈরি হবে৷ এখানেই শেষ নয়, কোনও অভিযোগ জমা পড়লে, তার যথাযথ তদন্তেরও ব্যবস্থা করবে সংশ্লিষ্ট মন্ত্রক৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement