Advertisement
Advertisement

Breaking News

World Cup Final special menu

কাবাব, টিক্কায় কামড় দিয়ে দেখুন বিশ্বকাপ ফাইনাল, ম্যাচের সঙ্গে পেটপুজো সারুন এখানে

লাইভ ম্যাচের সঙ্গেই দেশ-বিদেশের নানা খাবার পেয়ে যাবেন পছন্দ অনুযায়ী।

Princeton Club Kolkata Brings you special menu for ICC World Cup Final | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 18, 2023 3:10 pm
  • Updated:November 18, 2023 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার, বিশ্বকাপ ফাইনাল, একদিকে অস্ট্রেলিয়া, অন্যদিকে ভারত আমার ভারতবর্ষ। একেবারে টানটান উত্তেজনা। এমন হাই প্রোফাইল ম্যাচ দেখার জন্য বেছে নিতেই পারেন প্রিন্সটন ক্লাব। কী পাবেন সেখানে? বিশ্বকাপের (ICC World Cup) ফাইনাল ম্যাচের লাইভ স্ক্রিনিং আর বিশ্বকাপ স্পেশাল মেনু। সুতরাং আহমেদাবাদের মাঠে মহম্মদ শামি উইকেট নিলে আপনি কলকাতায় বসে মাটন শামি কাবাবে কামড় বসিয়ে সেলিব্রেট করতেই পারেন।

Food 1

Advertisement

বাঙালির রসনা প্রেম এবং ক্রিকেট প্রীতির কথা মাথায় রেখেই এই বিশ্বকাপ স্পেশাল মেনু (World Cup Special Menu) তৈরি করা হয়েছে। খেলা দেখতে দেখতেই অর্ডার দিতে পারেন ‘স্কোয়্যার অফ’- নবাবি পনির টিক্কা। কেসরি আনারি মুর্গা টিক্কার স্বাদ জিভের ক্রিজে গেলে মন ক্লিন বোল্ড হয়ে যেতে পারে। চিজ চিকেন শিক কাবাবের ‘গুগলি’ও থাকবে।

[আরও পড়ুন: ডেলিভারি বয়কে অনলাইনে ৫ টাকা পাঠাতেই মাথায় হাত! মুহূর্তে ফাঁকা তরুণীর অ্যাকাউন্ট]

এছাড়াও পাতে পেয়ে যাবেন ‘হাউজ্যাট চিকেন মাশরুম ইন ব্ল্যাক পেপার সস’। থাকছে ‘থার্ড আম্পায়ার’ স্পেশাল মাস্টার্ড মেয়ো দিয়ে প্যারিকা ফিশ চাঙ্কস। সালসা দিয়ে ক্রিস্পি ফ্রাইড চিকেন ফিঙ্গারকেও ‘রান আউট’ করে দিতে পারেন। নিরামিষাশীদের জন্য থাকছে ‘গালি পয়েন্ট’ – ড্রাগন রোল ভেজ।

Food 2

রকমারি নাম দেখে আবার দাম নিয়ে বেশি চিন্তিত হবেন না। বিশ্বকাপ ফাইনাল বলেই স্পেশাল নাম গুলো দেওয়া হয়েছে। দাম ২২০ থেকে ৩৯০ টাকার মধ্যেই থাকছে। এছাড়াও দেশ-বিদেশের নানা খাবার পেয়ে যাবেন পছন্দ অনুযায়ী। আর সামনে দেখতে পাবেন রোহিত শর্মা, প্যাট কামিন্সদের লড়াই।

Food 1

আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন +৯১-৮০১৩৯ ৫৪৮৮৩ নম্বরে।

[আরও পড়ুন: অনিদ্রায় ভুগছেন? বিছানার চাদরেই মিলবে ঘুমের হদিশ, কীভাবে? রইল টিপস ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement