Advertisement
Advertisement

Breaking News

Christmas House Party

রেস্তরাঁ-ক্লাবের বদলে বাড়িতেই হোক ক্রিসমাস পার্টি, রইল আয়োজনের টিপস

ঠিকঠাক প্ল্যান করতে পারলেই সবকিছু হয়ে যাবে।

Plan your Christmas House Party, here are some tips

ছবি: সংগৃহীত

Published by: Suparna Majumder
  • Posted:December 11, 2024 4:16 pm
  • Updated:December 11, 2024 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের বড় প্ল্যান। রেস্তরাঁয় যাওয়াই যায়, কিন্তু সেখানে ভিড় প্রচুর। কোনও ক্লাব বা পাব? সারাক্ষণ লাউড মিউজিক, ধাক্কাধাক্কা, মদ্যপদের উৎপাতও হতে পারে। তাহলে? একটু শান্তিতে বন্ধু-বান্ধবদের সঙ্গে ক্রিসমাস কাটানোর উপায় কী? এবার বাড়িতেই সব ব্যবস্থা করে ফেলুন না! সবার আগে একটা ঠিকঠাক প্ল্যান দরকার। ঘর সাজানো থেকে শুরু করে খাবারের মেনু, সব প্ল্যানম্যাফিক চললেই হয়ে যাবে। এর জন্য যা করতে হবে-

প্রথমেই তৈরি করে নিন অতিথিদের লিস্ট। এই তালিকা তৈরি করার সময়ই জেনে নিন অতিথিদের কার কী পছন্দ। তাহলে বাকি প্ল্যান করতে সুবিধা হবে।

Advertisement
Christmas-House-Party-2
ছবি: সংগৃহীত

খাবারের মেনু তৈরি করার সময় প্রথমেই যেটা মাথায় রাখুন সেটা হল, কটা আইটেম করবেন। ঝামেলা কমাতে অল্পস্বল্প আইটেমে নজর দিন। রাইস অবশ্যই রাখুন। পাশাপাশি রাখুন রুটি। চিকেন বা মটন কিংবা টার্কি রাখতে পারেন। আর শেষপাতে রাখুন কাস্টার্ড বা কেক।

মদ্যপানের ব্যবস্থা করলে, ওয়াইনকেই প্রাধান্য দিন। বড়দিন বলে কথা! ভালো হুইসকিও চলতে পারে। অ্যালকোহন সেবনে আপত্তি থাকলে এমনি ফলের রস ও ঠান্ডা পানীয় রাখতে পারেন। সোডা দিয়ে লেমনেডের অপশনও রাখতে পারেন।

Christmas
ছবি: সংগৃহীত

এবার ঘর সাজানোর পালা। তার জন্য লাল ও সাদা রংকে প্রাধান্য দিন। ক্রিসমাস ট্রি সাজান হলুদ রঙের আলোয়। বাড়ির প্রবেশ দ্বারে বড় লাল রঙের মজা ঝুলিয়ে রাখুন। হালকা করে চলুক ইংরেজি গানের ইন্সট্রুমেন্টাল।

ছোটখাটো উপহার কিনে নিন অতিথিদের জন্য। পার্টি শেষে তাঁদের হাতে সেগুলো দিয়ে দেবেন। বড়দিনে উপহার পেতে কার না ভালো লাগে বলুন? অতিথিরাও খুশি, আপনিও। ক্রিসমাস হাউস পার্টি একেবারে জমজমাট।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement