Advertisement
Advertisement

Breaking News

Holi 2025

রঙে পোশাকের দফারফা, কীভাবে পরিষ্কার করবেন? দোলের আগে রইল টিপস

আবির, নানা রঙে রঙিন হয়ে ওঠার প্রস্তুতিও শুরু করে ফেলেছেন অনেকেই।

Holi 2025: How to remove color stain from dress and shoe
Published by: Sayani Sen
  • Posted:March 8, 2025 5:16 pm
  • Updated:March 9, 2025 12:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছে গাছে পলাশ। লালে লাল চতুর্দিক। ক্যালেন্ডার বলছে, বসন্ত এসে গিয়েছে। আর মাত্র কটাদিন পরই রঙের উৎসব। আবির, নানা রঙে রঙিন হয়ে ওঠার প্রস্তুতিও শুরু করে ফেলেছেন অনেকেই। তার ফলে পোশাক, জুতোর যাচ্ছে তাই দশা তো হবেই। তা পরিষ্কার করা সম্ভব। কীভাবে করবেন, রইল টিপস।

যত তাড়াতাড়ি সম্ভব রঙে নষ্ট জামাকাপড় জলে ডুবিয়ে দিন। প্রথমে সাবান দিয়ে হালকা হাতে ঘষে জামাকাপড় থেকে রং তোলার চেষ্টা করুন। এই পন্থায় কাজ না হলে বিকল্প কৌশল অবলম্বন করতে পারেন। সেগুলি হল:

Advertisement

১. অর্ধেক বালতি জলে ১:১ অনুপাতে ভিনিগার দিন। তাতে কমপক্ষে ৩০ মিনিট রংয়ে ভরা পোশাক ডুবিয়ে রাখুন।
২. ভিনিগার বাড়িতে না থাকলে লেবুর রস কাজে লাগাতে পারেন। সরাসরি লেবুর জল জামাকাপড়ে লেগে থাকা রংয়ের উপর দিন। তা হালকা হাতে ধুয়ে ফেলুন।
৩. বেকিং সোডা এবং জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তা জামাকাপড়ে লেগে থাকা রঙের উপর দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

জুতো থেকে কীভাবে রং পরিষ্কার করবেন?
১. জুতোয় জল দেবেন না। শুকনো কাপড়ে দিয়ে ভালো করে ঘষে ফেলুন।
২. যদি শুকনো কাপড়ে কাজ না হয় তবে সাবান এবং জল ব্য়বহার করতে পারেন। তবে তা যেন পরিমাণে অল্প হয়।
৩. টুথপেস্ট দিয়ে জুতোয় লেগে থাকা রং তুলতে পারেন।
৪. জুতো থেকে রং তুলতে কড়া রোদে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তাতে রং হালকা হয়ে যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement