Advertisement
Advertisement
Durga Puja Home Decor

ঘরের সাজে ছোঁয়া থাকুক উৎসবের, রইল সহজ কিছু টিপস

পুজোর সাজে সেজে উঠুক আপনার অন্দরমহল।

Durga Puja Home Decor: Try these Durga Puja interior tips for your house
Published by: Akash Misra
  • Posted:September 23, 2024 4:39 pm
  • Updated:September 23, 2024 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই গোটা শহর জুড়ে পুজোর সাজ। নিজেকে সাজানোর জন্যও তো নিশ্চয়ই পোশাক কিনে ফেলেছেন। কিন্তু নিজের বাড়িকে সাজাবেন তো (Durga Puja Home Decor) ? ভাবছেন, কীভাবে বাড়ির সাজে নতুনত্ব আনবেন? নো চিন্তা, পুজোর ঘরের সাজসজ্জার রইল টিপস।

১) বসার ঘর সাজান মাটির শো পিস দিয়ে। সারা বছর তো নানান পেন্টিং, নানারকমের শোপিস দিয়ে ঘর সাজিয়ে থাকেন। পুজোর সময় ঘরে আনুন নতুন ছোঁয়া। ঘর সাজাতে ব্যবহার করুন মাটির ফুলদানি, মাটির ঝাড় এবং মাটির বিভিন্ন শো পিস।

Advertisement

২) বাঁশ ও বেতের তৈরি চেয়ার বা মোরা রাখুন ঘরে। তেমনই কিংবা বাঁশের তৈরি প্লেট, চামচের সেট কিনতে পারেন। খেয়াল রাখবেন আপনার বাড়ির সাজে যেন থাকে বাঙালিয়ানার ছোঁয়া।

৩) ডাইনিং টেবিলে ওপর এমন জিনিস রাখলে ঘর দেখাবে সুন্দর। এরই ঘরে ঘরে রাখুন গাছ। বর্তমানে অনেকেই গাছ দিয়ে অনেকে ঘর সাজান। এতে ঘর থাকবে ঠান্ডা তেমনই ঘর দেখাবে সুন্দর।

৪) শোওয়ার ঘরে জানলায় লাগান হালকা রঙের পর্দা। আর বিছানা এমন চাদর পাতুন যাতে বাউলের ডিজাইন, ফুলের নকশা, আলপনা ডিজাইনে মতো নকশা থাকবে। হালকা রঙের চাদর পাতা ভালো। এতে গরমে ঘর থাকবে ঠান্ডা সঙ্গে আসবে বাঙালি ছোঁয়া। ইচ্ছে করলে, জানালার আকর্ষণ বাড়াতে ঝুলিয়ে দিতে পারেন লাল ও সাদা রঙের শাড়িও। দেখবেন ঘরের লুক বদলে যাবে। একটা পুজো পুজো ভাব আসবে।

৫) কুশন কভার, টেবিল ক্লথে রঙের ছোঁয়া আনুন। তেমনই শোওয়ার ঘর সাজাতেও ব্যবহার করতে পারেন গাছের। কিংবা ঘরের জানলায় গাছ রাখুন।

৬) বকুল, রজনীগন্ধা, দোলন চাপা কিংবা বেলফুল, শিউলি ফুলের মালা দিয়ে যেমন ঘর সাজাতে পারেন তেমনই রাখতে পারেন গোলাপ বা সূর্যমুখী ফুল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement