Advertisement
Advertisement

Breaking News

মৌসম নুর

দুই মন্ত্রীকে নিয়ে মহামিছিল করে মনোনয়ন জমা দিলেন মৌসম

মালদহের দুই প্রার্থীর সমর্থনে জনস্রোত।

TMC Heavyweight candidate Mausam Noor files nomination
Published by: Subhamay Mandal
  • Posted:April 3, 2019 3:38 pm
  • Updated:April 3, 2019 3:38 pm  

বাবুল হক, মালদহ: মনোনয়নের আগেই মহামিছিল। তাতে পা মেলালেন তৃণমূলের দুই মহারথী। ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারী। হুডখোলা গাড়িতে মালদহের দুই প্রার্থীর পাশে রাজ্যের দুই মন্ত্রী। পিছনে জনস্রোত। বুধবার দুপুরের ইংলিশবাজার শহরের এই দৃশ্য ভোট যুদ্ধের লড়াইকে কার্যত আরও জমজমাট করে তুলল। এদিন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র পেশ করেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুর ও মালদহ দক্ষিণের প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

[আরও পড়ুন: প্রচারে অনীহা, কোচবিহারে প্রার্থী নিয়ে ক্ষোভ বাড়ছে তৃণমূলের অন্দরে]

Advertisement

মনোনয়নের আগেই এদিন সাতসকালে কোতোয়ালিতে প্রয়াত বরকত গনি খান চৌধুরির মাজারে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রার্থনা করেন মৌসুম নূর। তারপর তিনি গাজোলের পান্ডুয়ায় যান। সেখানে পরে আতমা রুবি নুরের জমা দিতেও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সেখান থেকে সোজা ইংলিশবাজারের চণ্ডীপুরে পিরানা পীরের দরগা শরিফে গিয়ে প্রার্থনা করেন মৌসম। তারপর প্রয়াত মামা বরকত গনি খান চৌধুরির কায়দায় মালদহ শহরের মনস্কামনা মন্দিরে যান। সেখান থেকে শামিল হন মহামিছিলে। মালদহ দক্ষিণের প্রার্থী মোয়াজ্জেম হোসেনও এদিন মনোনয়নপত্র পেশ করেছেন। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন মালদহে বলেন, “মালদহের দুটি আসনেই তৃণমূলের জয় একশো শতাংশ নিশ্চিত। উন্নয়নের স্বার্থেই মালদহের মানুষ তৃণমূলকে ভোট দেবেন। একসময় বরকত গনি খান চৌধুরি মালদহের উন্নয়ন করেছেন। তারপর বিগত ৩০ বছর ধরে মালদহে কোনও উন্নয়ন হয়নি। মালদহের মানুষ জানেন এখন রাজ্যে উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন এই জেলার মানুষ। আর সেই কারণেই উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন মালদহের মানুষ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement