সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে কালি ও কাদা লেপে দিয়ে গিয়েছে কে বা কারা। এই ঘটনা নিয়ে
বুধবার রীতিমতো উত্তেজনা তৈরি হয় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার গুরুদাসনগর এলাকায়। তৃণমূলের অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উপর এবং তৃণমূলের প্রতীক আঁকা ঘাসফুলের উপর কাদা ও কালি লাগিয়ে বেশ কয়েকটি দেওয়াল লিখন মুছে দেওয়ার চেষ্টা করেছে সিপিএম। সিপিএম অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। বুধবার সকাল হতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবারের গুরুদাসনগর স্টেশন লাগোয়া কয়েকটি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন ওই এলাকাগুলিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা বেশ কয়েকটি দেওয়ালে তৃণমূল প্রার্থীর নামের উপর এবং দলের প্রতীক ঘাসফুলের উপর কে বা কারা কালি ও কাদা লেপে দিয়েছে। বিষয়টি নজরে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার জন্য সিপিএমকে দায়ী করে। ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম অধিকারীর অভিযোগ, রাতের
অন্ধকারে সিপিএম মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এলাকায় ভোটের আগে উত্তেজনা ছড়াতে পরিকল্পনা করেই তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা
দেওয়ালগুলি মোছার চেষ্টা হয়েছে।
[আরও পড়ুন: ‘চৌত্রিশ বছরের সিপিএমকে গদিচ্যুত করেছি, ৫ বছরের বিজেপি তো নিপাট শিশু’: অভিষেক]
এ বিষয়ে স্থানীয় থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়ে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, সিপিএমের ডায়মন্ড হারবার জোনাল কমিটির সদস্য সমর নাইয়া তাঁদের বিরুদ্ধে তোলা তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সিপিএম কোনওভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অথচ ভোটের আগে সিপিএম কর্মীদের মিথ্যে
মামলায় ফাঁসাতে তৃণমূল পরিকল্পনা করেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ করছে বলে সিপিএমের ওই নেতা করেন। এদিকে তৃণমূল কংগ্রেসের লেখা দেওয়ালগুলি মুছে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
[আরও পড়ুন: কীর্তনের আসরে খোল বাজিয়ে জনসংযোগ, দীনেশ ত্রিবেদীর প্রচারে সরগরম বারাকপুর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.