Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি, মোদির বায়োপিক

‘প্রচারের জন্য নিজের নামেই ছবি বানিয়েছেন’, মোদির বায়োপিক নিয়ে তীব্র কটাক্ষ মমতার

মোদি ‘মহম্মদ-বিন-তুঘলকের ঠাকুরদাদা’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷

Mamata Banerjee attacked Narendra Modi over his biopic
Published by: Sayani Sen
  • Posted:April 4, 2019 3:47 pm
  • Updated:April 17, 2019 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি নিয়ে এখনও জট কাটেনি৷ ভোটের আবহে বিজেপি এই বায়োপিককে প্রচারের হাতিয়ার করেছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস৷ অভিযোগের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আপাতত পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির দিন৷ কংগ্রেসের মতোই এবার ওই বায়োপিকের বিরুদ্ধে অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ কেন সাধারণ মানুষ এই ছবি দেখতে যাবেন, প্রশ্নও তোলেন তিনি৷ 

[ আরও পড়ুন: ভোটের আগে থিম সং প্রকাশ, মিউজিক ভিডিওয় বিজেপিকে খোঁচা তৃণমূলের]

আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোটগ্রহণ দিয়ে এ রাজ্যে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ তার আগে উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচার করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙা কলেজ সংলগ্ন মাঠে জনসভা করেন তিনি৷ এদিনের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবি এবং নমো টিভির প্রসঙ্গ তুলে সরাসরি মোদিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কটাক্ষ, ‘‘নিজের নামে টিভি চ্যানেল বানিয়েছেন৷ প্রচারের জন্য নিজের নামে ছবি বানিয়েছেন৷ নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, আম্বেদকরকে নিয়ে ছবি মানুষ দেখবেন৷ তোমায় কেন দেখবে ভাই? তুমি কে? কী করেছো দেশের জন্য?’’

Advertisement

[ আরও পড়ুন: তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন, পশ্চিম মেদিনীপুরে ভারতীর প্রবেশ আটকাতে চায় রাজ্য]

শুধু বায়োপিক কিংবা চ্যানেলই নয়৷ জিএসটি, এনআরসি-র মতো পুরনো ইস্যু নিয়েও গেরুয়া শিবিরের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘এনআরসি-র নাম করে ২২ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে৷ আর ২৩ লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছে৷ বলছে, বাংলাতেও নাকি এনআরসি করবে৷ বাংলায় এনআরসি কোনওদিন করতে দেব না৷ আগেরবার দু’টি সিট পেয়েছিল৷ এবার একটাও পাবে না৷’’ বিজেপি নেতাদের শরীরে দাঙ্গার রক্ত লেগে আছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী৷ আচমকা জিএসটি চালুর সিদ্ধান্তের জেরে নরেন্দ্র মোদিকে ‘মহম্মদ-বিন-তুঘলকের ঠাকুরদাদা’ বলেও কটাক্ষ তাঁর৷ দেশে বেকার সমস্যা ঠিক কতটা প্রবল আকার ধারণ করেছে, তা বোঝানোর জন্য ভোটের পরেই বিএসএনএলের বহু সংখ্যক কর্মী ছাঁটাই হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[ আরও পডু়ন: ‘দেশ বাঁচাতে এক্সপায়ারিবাবুকে সরিয়ে ফেলুন’, মোদিকে কটাক্ষ মমতার]

বিরোধী বিজেপিকে আক্রমণ যেমন করেছেন, তেমনই রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূল সরকারের আমলে কোচবিহারে একাধিক হাসপাতাল, কলেজ, মাদার অ্যান্ড চাইল্ড হাবের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প গড়ে উঠেছে৷ দিনহাটায় ভোটের পরেই আরও একটি ব্রিজ তৈরি হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগাম ওই ব্রিজের নাম তিনি দিয়েছেন ‘জয়ী ব্রিজ’৷ গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সবাইকে ভোট দিতে যাওয়ারও আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারসফরের সঙ্গী বসিরহাটের প্রার্থী নুসরতকে এদিনও দেখা গেল মাথাভাঙার সভায়৷ 

আগামী ৮ এপ্রিল ডুয়ার্সের নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাবের মাঠে জনসভা করবেন মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ তৈরির কাজ৷ এই কাজ দেখভাল করছেন শিলিগুড়ির তৃণমূল নেতা রাজু সরকার। তিনি জানান, প্রায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বিরাট মাঠের পাশে হেলিপ্যাড তৈরি হবে। মুখ্যমন্ত্রী সেখানে নেমে সোজা মঞ্চে চলে আসবেন।  ৬ এপ্রিল সন্ধের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলেও আশাবাদী তিনি৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement