Advertisement
Advertisement

Breaking News

মানস ভুঁইয়া

স্বামীকে লেটার মার্কস-সহ পাশ করাতে মানসের ছায়াসঙ্গী গীতারানি

সকালে বাড়ির কাজ, দিনভর নানা কর্মসূচিতে মানসের সঙ্গী স্ত্রী।

Gitarani Bhunia, Wife of Manas Bhunia helping husband
Published by: Subhamay Mandal
  • Posted:April 4, 2019 5:53 pm
  • Updated:April 4, 2019 9:33 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: বড় পরীক্ষার সামনে স্বামী। আর সেই পরীক্ষায় একা কী করে ছেড়ে দেবেন তাঁর অর্ধাঙ্গিনী! তাও আবার দু’জনেরই কাজের ক্ষেত্র যদি এক হয়। তাই সাংসদ স্বামীর প্রচারের সর্বক্ষণের সঙ্গী বিধায়ক স্ত্রী৷ এখানে সাসংদ স্বামী হলেন মানস ভুঁইয়া৷ আর বিধায়ক স্ত্রী হলেন গীতারানি ভুঁইয়া৷ এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মানস ভুঁইয়া৷ নাম ঘোষণার পর থেকেই তিনি এই লোকসভা কেন্দ্রের বিধানসভা এলাকাগুলি চষে বেড়াচ্ছেন৷ দম ফেলার সময় নেই মানস ভুঁইয়ার৷ তবে এটা ঠিক কাজ অনেকটাই হালকা করে দিচ্ছেন স্ত্রী গীতারানি। সকালে থেকে পরিবারের কাজ সামলানো৷ তারপরে স্বামীর সঙ্গে বেরিয়ে পড়া৷ কখনও কলকাতা৷ কখনও সবং৷ আবার কখনও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকা৷ এই অভিজ্ঞতা আগে ছিল না৷

কিন্তু বিধায়ক হওয়ার পরে জীবনের এই নতুন দিকটি তাঁর সামনেও খুলে গিয়েছে৷ আগে পরিবারের কাজ ও এলাকার মানুষের ভালমন্দে পাশে থাকার মধে্যই দিন কাটত তাঁর। এখন সেই পরিধি অনেক বেড়েছ। গোটা একটা বিধানসভা এলাকা। এই বিষয়টি তিনি এখন উপভোগ করছেন বলে জানালেন৷ পাশাপাশি এটা তাঁর কর্তব্য বলেও জানালেন গীতারানি ভুঁইয়া৷ তিনি বললেন, “সবার আগে সবং৷ তারপরে বাকি সবকিছু।” তিনি জানালেন, প্রতিদিন সকালে বাড়ির কাজগুলি সেরে বেরিয়ে পড়েন সবংয়ের বিভিন্ন কর্মসূচিতে৷ আর এই সব কাজগুলি করেন সাংসদ স্বামীর দেখানো পথে৷ আর এখন তো মেদিনীপুর কেন্দ্রে দলের প্রার্থী হওয়ার পরে কাজ আরও বেড়ে গিয়েছে৷ সবংয়ের পাশাপাশি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কর্মিসভাগুলিতেও যেতে হচ্ছে৷ আর এটা তাঁর কর্তব্য বলে তিনি মনে করেন৷ তিনি জানালেন, এইভাবে ঘুরে অনেক কিছু তাঁর শেখা ও জানা হচ্ছে৷”

Advertisement

ছবি: সৈকত সাঁতরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement