সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বেচ্ছাসেবী সংস্থা মেটা ডানা ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন আয়োজিত হল কলকাতার। ডায়াবেটিস সচেতনতার লক্ষ্যে দেশের স্বনামধন্য চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে শনিবার কলকাতার পার্ক হোটেলে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা ও স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রখ্যাত বক্তা প্রফেসর পিটার শোয়ার্জে। পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (IDF) সভাপতি ও অধ্যাপক এ কে আজাদ খান। এছাড়া ডায়াবেটিস গবেষণা সংক্রান্ত বিষয়ে এই সভায় মূল্যবান মতামত তুলে ধরেন অন্যান্য দিকপালরা।
বিশ্বজুড়ে বেড়ে চলা ডায়াবেটিস ও এই সংক্রান্ত সমস্যা মোকাবিলা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছে মেটা ডানা নামের এই স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের এই বার্ষিক সম্মেলনে উঠে আসে ডায়াবেটিস বিরুদ্ধে উন্নত চিকিৎসা, থেরাপির মতো নানা বিষয়। এছাড়া চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নানা দিক উঠে আসে সভায় উপস্থিত বক্তাদের ভাষণে। এছাড়া এই সভা থেকে স্বীকৃতি দেওয়া হয় রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.