বাঙালি গল্পতরু। ঠাকুরমার ঝুলি থেকে হ্যারি পটার। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মন আর মননের মধু মিশেছে অক্ষরের অন্তরে। আবহমানের স্রোতে ভেসে চলেছে বাংলা গল্পের সোনার তরী। যুগ বদলেছে। হুজুগও কম নয়। রিল-এ রেসের সময়ে বাঙালি কি আজও তেমন গল্পপ্রবণ? কলমে তার আজও বাস সরস্বতীর? ছোটদের কল্পনা আজও কি ছোঁয় চাঁদের পাহাড়! বড়দের ভাবনা স্পর্শ করে বেহুলার ভেলা! এরই সন্ধান 'গল্পের সেরা হাত'। সমসময়ের অক্ষরশিল্পের সেরা উদযাপন।