Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

মোহনবাগানের কেউ সন্তোষের দলে নেই কেন? প্রশ্ন মানসের

মোহনবাগান সহ- সভাপতি কুণাল ঘোষ বলেন, "বাংলার ফুটবলটা আর আগের গৌরবের জায়গায় নেই।"

Why Mohun Bagan footballers are not included in Santosh Trophy
Published by: Anwesha Adhikary
  • Posted:November 14, 2024 4:29 pm
  • Updated:November 14, 2024 6:00 pm  

স্টাফ রিপোর্টার: এবারের সন্তোষ ট্রফির দলে ইস্টবেঙ্গল, মহামেডানের ফুটবলাররা রয়েছেন, কিন্তু নেই মোহনবাগানের কেউ। বাংলা দলে কেন সবুজ-মেরুনের ফুটবলার নেই এই প্রশ্ন প্রাক্তন ফুটবলার, মোহনবাগানের (Mohun Bagan) ইউথ ফুটবল সেক্রেটারি মানস ভট্টাচার্যের। বুধবার মোহনবাগান কার্যকরী কমিটির মিটিং শেষে বাংলার ফুটবলের ব্যর্থতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইএফএর দিকে এই প্রশ্ন ছুঁড়ে দেন এই সবুজ-মেরুন কর্তা।

মানস বলেন, “আমাদের ক’জন ফুটবলারকে সন্তোষ ট্রফিতে ডেকেছে একটু খোঁজ নিয়ে দেখুন। এবার তো আইএফএ ফুটবলারদের ডেকেছে। আপনি যদি আমার ফুটবলারকে নাই পছন্দ করেন, তাহলে কি করে তারা গিয়ে খেলবে।” যখন তাঁকে জানানো হয় এবারের বাংলা কোচের দায়িত্বে রয়েছেন প্রাক্তন আই লিগ জয়ী সঞ্জয় সেন। তার উত্তরে তিনি আরও যোগ করেন, “সেটা আমার প্রশ্ন নয়, এই ফুটবলারদের ডেকেছে আইএফএ, সঞ্জয় সেন ডাকেনি।”

Advertisement

সন্তোষ ট্রফিতে বাংলা গত কয়েক বছর ধরে ভালো ফল করতে পারছে না। এদিন প্রশ্ন ওঠে এই ব্যর্থতার দায় কার। সেই প্রসঙ্গে মোহনবাগান সহ- সভাপতি কুণাল ঘোষ বলেন, “বাংলার ফুটবলটা আর আগের গৌরবের জায়গায় নেই। সেই দায়িত্বটা প্রাথমিকভাবে মোহনবাগান বা অন্য ক্লাব নেবে না। যারা এই ফুটবলটার নিয়ামক সংস্থা তাদের কাছে এই প্রশ্নটা করা উচিত।” মোহনবাগান সচিব দেবাশিস দত্তও আবার বাংলার এই ব্যর্থতার জন্য আইএফএ-কেই কাঠগড়ায় দাঁড় করান। একই সঙ্গে ভারতীয় দলে বাংলার কোন ফুটবলার না থাকার প্রসঙ্গে বলেন, “আমাদের ইউথ ডেভলপমেন্টের লক্ষ্য ট্রফি জয় নয়, ক’জন ফুটবলার জুনিয়র দল থেকে সিনিয়র দলে যায় সেই দিকেই নজর আমাদের রয়েছে। বাংলা সন্তোষে বাছাই পর্বই টপকাতে পারছে না।”

তিনি আরও জানান, সন্তোষ ট্রফির ব্যর্থতার কারণ খুঁজে বের করার জন্য কয়েকমাস আগে নবমহাকরণে এক বৈঠকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ-র সচিব অনির্বাণ দত্তকে তিন প্রধানের তিন কর্তা দেবব্রত সরকার, কামরুদ্দিন আহমেদ ও তাঁকে নিয়ে একটি কমিটি গঠন করে বৈঠক করতে বলেন। কিন্তু আইএফএ সচিব সেই কমিটি গড়েননি বলে দেবাশিসের অভিযোগ। এদিন বাংলা ফুটবলের অবনতির জন্য দায় শুধু ক্লাবের নয়, সবার বলে জানান প্রাক্তন ফুটবলার ও মোহনবাগান সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত আবার সন্তোষের ট্রায়ালে মোহনবাগান ফুটবলার না ডাকার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। বলেন, “সব ক্লাবকে যেমন চিঠি পাঠানো হয়েছিল তাদের ফুটবলারদের বাছাই করে ট্রায়ালে পাঠাতে, তেমনই মোহনবাগানকেও পাঠানো হয়েছিল সন্তোষ ট্রফির জন্য ট্রায়ালে ফুটবলার পাঠাতে। কেন এমন বলছেন আমি বলতে পারব না। ওরাই বরং ফুটবলার পাঠাননি।” দ্বিতীয় যে বিষয়টি নিয়ে দেবাশিস দত্ত তোপ দেগেছেন আইএফএ সচিবের উপর সেই বিষয়টিরও ব্যাখ্যা দিয়েছেন আইএফএ সচিব। বলছেন, “উনি যেটা বলছেন এমন কথা মনে পড়ছে না। তবে ক্রীড়ামন্ত্রী বলেছিলেন কোচ নির্বাচনের জন্য তিন ক্লাবের কর্তাদের থেকে পরামর্শ নিতে। আমরা সেটা নিতে পারিনি। কারণ আইএফএ সংবিধান অনুযায়ী কোচ নির্বাচন করার জন্য বিশেষজ্ঞ কমিটি রয়েছে। তার বাইরে আলাদা কমিটি করা আইন বিরুদ্ধ কাজ হবে। আমরা যাকে কোচ করেছি সেই সঞ্জয় সেনকে নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না। আর বাংলার ব্যর্থতার দায় অস্বীকার করতে পারি না। যেখানে যেখানে সমস্যা দেখেছি তা সমাধান করার চেষ্টা করেছি।” দেবাশিস দত্তকে নিয়ে আরও প্রশ্ন তোলেন অনির্বাণ দত্ত। তিনি আরও বলেন, “দেবাশিস দত্ত আইএফএর গভর্নিং বডির সদস্য। বাংলার ফুটবলের উন্নতি চাইলে গভর্নিং বডির সভায় এসে কথা বলুন। আমার এই কার্যকালে একবারও ওঁনাকে আইএফএ-র গভর্নিং বডির সভায় উপস্থিত হতে দেখিনি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement