Advertisement
Advertisement
Euro Cup 2024

চূড়ান্ত ইউরো ২০২৪-এর গ্রুপবিন্যাস, কোন গ্রুপে কোন দল?

কোথায় হবে এবারের ইউরো? ফাইনাল কবে?

When does Euro 2024 start

ইউরো এবার জার্মানিতে।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 27, 2024 2:34 pm
  • Updated:May 20, 2024 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো ২০২৪-এর বল গড়াচ্ছে ১৪ জুন। ফাইনাল হবে ১৪ জুলাই। চূড়ান্ত হয়ে গেল ইউরো ২০২৪-এর (Euro 2024) গ্রুপবিন্যাস। 
এবার ইউরোর আয়োজক দেশ জার্মানি। প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি স্কটল্যান্ড। ১৪ থেকে ২৬ জুন পর্যন্ত হবে গ্রুপ পর্ব। নক আউট পর্ব শুরু হবে ৩০ জুন থেকে। বার্লিনে এবার ইউরো ফাইনালের বল গড়াচ্ছে। 

[আরও পড়ুন: চেন্নাইয়ের কাছে হারের পরে বিশাল অঙ্কের জরিমানা গিলকে, কিন্তু কেন?]

 

Advertisement

২৪টি দেশের মধ্যে ২১টি দেশ আগেই জার্মানির টিকিট পেয়ে গিয়েছিল। বাকি তিনটি দেশ যোগ্যতা অর্জন করল মঙ্গলবার। পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে দুবছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেনের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন তবুও ইউরো ২০২৪-এর টিকিট জোগাড় করে ফেলেছে।  গ্রুপ ই-তে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়ার সঙ্গে রয়েছে ইউক্রেন। টাইব্রেকারে জিতে ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে জর্জিয়া ও পোল্যান্ডও। গ্রুপ এফ-এ তুরস্ক, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে রয়েছে জর্জিয়া। গ্রুপ ডিতে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্সের সঙ্গে রয়েছে পোল্যান্ড। জার্মানির দশটি শহরে হবে এবারের ইউরো।

একনজরে ইউরো ২০২৪-এর গ্রুপবিন্যাস- 

গ্রুপ এ – জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি – স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, আলবেনিয়া
গ্রুপ সি – স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি – পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই – বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
গ্রুপ এফ – তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

[আরও পড়ুন: স্পেন মাতালেন ব্রাজিলের এনড্রিক, আর্জেন্টিনার সাফল্যের দিনে হার রোনাল্ডোর]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement