সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উয়েফা নেশনস লিগে(UEFA Nations League) গ্রুপ পর্যায়ের ম্যাচ প্রায় শেষের পথে। জমে উঠেছে শেষ আটে ওঠার লড়াই। যার মধ্যে গ্রুপ এ-২ থেকে অনেকটাই এগিয়ে গেল ইটালি ও ফ্রান্স। চাপে পড়ল বেলজিয়াম। অন্যদিকে গ্রুপ এ-৩ থেকে দু ম্যাচ বাকি থাকতেই শেষ আটের টিকিট পেয়ে গেল জার্মানি।
নেশনস লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস। যেখানে ফ্রান্স নেমেছিল তাদের তারকা ফুটবলার এমবাপেকে ছাড়াই, সেখানে বেলজিয়াম দলেও ছিলেন না ডি ব্রুইনে, লুকাকুরা। কিন্তু সেই ম্যাচে জ্বলে উঠলেন ফ্রান্সের কোলো মুয়ানি। শেষ ১৫ মিনিট দশ জনে খেলেও ২-১ গোলে জিতল ফ্রান্স। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মুয়ানি। যদিও প্রথমার্ধের প্রায় শেষ দিকে ওপেন্দার গোলে সমতা ফেরায় বেলজিয়াম। ৬২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন মুয়ানি। ৭৬ মিনিটে লাল কার্ড দেখেন ফ্রান্সের মিডফিল্ডার চুয়ামেনি। কিন্তু তার পরও দীর্ঘ সময় পেয়ে গোল করতে পারেনি বেলজিয়াম। ফ্রান্সের গোলপোস্টের তলায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন মাইক মেনিওঁ। এই গ্রুপে ইজরায়েলকে ৪-১ গোলে হারিয়েছে ইটালি।
গ্রুপ এ-৩তে অবশ্য ১-০ গোলে ম্যাচ জিতলেও আগাগোড়া দাপট রাখে জার্মানি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে আলিয়ান্স এরেনায় উপস্থিত ছিলেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া তিন ফুটবলার থমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও ইলকায় গুন্দোগান। সেখানে তাঁদের বিশেষ বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। আরেক বিখ্যাত ফুটবলার টনি ক্রুসের উপস্থিত থাকার কথা থাকলেও নিজের অ্যাকাডেমির ম্যাচের জন্য থাকতে পারেননি তিনি। প্রাক্তন তারকাদের উপস্থিতিতে ম্যাচ জিততে অসুবিধা হল না জার্মানির তরুণ ফুটবলারদের। ম্যাচের ফলাফল ১-০ হলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে একতরফাভাবে জিতলেন কিমিচরা। ম্যাচের ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেন জেমি লেয়েলিং। এদিনই তাঁর অভিষেক হল।
এই জয়ের ফলে জার্মানির পয়েন্ট দাঁড়াল ৪ ম্যাচে ১০। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস ও হাঙ্গেরি দুদলেরই পয়েন্ট ৫। আবার এই দুদলের মধ্যে ম্যাচও বাকি। ফলে নেশনস লিগে শেষ আটে চলে গেল জার্মানি। অন্যদিকে গ্রুপ এ-২ থেকে ইটালি ও ফ্রান্স প্রায় ধরাছোঁয়ার বাইরে। খাতায়-কলমে আশা বেঁচে থাকলেও পরের রাউন্ডে যাওয়া একপ্রকার অসম্ভব ৪ পয়েন্ট নিয়ে থাকা বেলজিয়ামের। সব দলেরই দুটি করে ম্যাচ বাকি।
The German national team held a farewell tribute before kick-off vs. the Netherlands for Ilkay Gündogan, Manuel Neuer, Thomas Müller and Toni Kroos following their retirements from international football 🇩🇪❤️ pic.twitter.com/uFtOA504R2
— ESPN FC (@ESPNFC) October 14, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.