সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। টানা দুম্যাচ হারের পর ইটালির ক্লাব আটালান্টার বিরুদ্ধে আন্সেলোত্তির ছেলেরা জিতল ৩-২ গোলে। এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যাম, তিন তারকাই গোল পেলেন। অন্যদিকে ইউসিএলে মহম্মদ সালাহর গোলে জিতল লিভারপুল। পরের রাউন্ডেও চলে গেল তারা। প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগের ‘রাজা’ বলা হয় রিয়াল মাদ্রিদকে। কিন্তু চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই লস ব্ল্যাঙ্কোসরা। এসি মিলান ও লিভারপুলের কাছে হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আতঙ্কও তাড়া করছিল তাদের। অবশেষে জয়ের মুখ দেখলেন এমবাপেরা। রিয়ালকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন তিনিই। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে সমতা ফেরায় আটালান্টা। কিন্তু ৫৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ও ৫৯ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে ফের এগিয়ে যায় রিয়াল। ৬৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন আটালান্টার লুকমান। তা অবশ্য ভিনিসিয়াসদের জয়ের পথে বাধা তৈরি করতে পারেনি। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৮ তম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে লিভারপুলকে জেতালেন মহম্মদ সালাহ। গিরোনার বিরুদ্ধে তাদের একমাত্র গোলটি আসে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে। টানা ৬ ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আর্নে স্লটের ছেলেরা। ৫ মিনিটের মাথায় পিছিয়ে পড়েও বড় জয় পেল বায়ার্ন মিউনিখ। ইউক্রেনের ক্লাব শাখতার ডনেস্ককে থমাস মুলাররা হারাল ৫-১ গোলে। আবার পিএসজি ৩-০ গোলে জয় পেল আরবি সালবার্গের বিরুদ্ধে। ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বেয়ার লেভারকুসেন।
Matchday 6 opens in style 🍿#UCL pic.twitter.com/dMtqKCi34f
— UEFA Champions League (@ChampionsLeague) December 10, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.