Advertisement
Advertisement
UEFA Champions League

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ বছর পর লিভারপুলের কাছে হার রিয়ালের, পেনাল্টি মিস এমবাপের

রিয়ালকে হারিয়ে পরের রাউন্ডে চলে গেল লিভারপুল।

UEFA Champions League: Liverpool Ends 15 Year Real Madrid Jinx
Published by: Subhajit Mandal
  • Posted:November 28, 2024 12:31 pm
  • Updated:November 28, 2024 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় দল প্রত্যাশিত ফর্মে নেই। আর চ্যাম্পিয়ন্স ট্রফি যেন দুঃস্বপ্নের মতো কাটছে ১৫ বারের চ্যাম্পিয়নদের। বুধবার রাতেও লিভারপুলের কাছে কার্যত একপেশে ম্যাচে হেরেছে রিয়াল। ১৫ বছরে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের ক্লাবটির কাছে হারল রিয়াল।

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের কাছে ২-০ গোলে হারল রিয়াল। ঘরের মাঠে লিভারপুলের হয়ে গোল করলেন আর্জেন্টাইন তারকা ম্যাক-অ্যালিস্টার এবং নেদারল্যান্ডসের গাপকো। লিভারপুলের জয়ের ব্যবধান বাড়তে পারত। তবে মহম্মদ সালাহ পেনাল্টি মিস করায় ৩ গোলে হারের লজ্জার মুখে আর পড়তে হয়নি রিয়ালকে। ২০০৯ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিভারপুলের কাছে হারল লস ব্ল্যানকসরা।

Advertisement

পেনাল্টি অবশ্য সালাহ একা মিস করেননি। মিস করেছেন রিয়াল সুপারস্টার কিলিয়ান এমবাপেও। রিয়ালের সময় যতটা খারাপ যাচ্ছে তার চেয়েও খারাপ সময় সম্ভবত রিয়ালে যোগ দেওয়ার পর থেকে শুরু হয়েছে এমবাপের। বৃহস্পতিবার পেনাল্টি মিস করা শুধু নয়, গোটা ম্যাচে লিভারপুল রক্ষণকে সেভাবে চাপেই ফেলতে পারেননি। এমবাপে যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, সেটা স্বীকার করে নিয়েছেন কোচ কার্লো অ্যানসেলেত্তিও। মাচের শেষে তিনি বলছেন, “আমার মনে হয় আত্মবিশ্বাসের অভাবে ভুগছে এমবাপে। তবে ও খুব পরিশ্রম করছে। আমাদের ওর পাশে দাঁড়াতে হবে।”

এদিনের জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানে পয়েন্টের ব্যবধান বাড়াল লিভারপুল। ইতিমধ্যেই রেডসদের নকআউটে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছে। অন্যদিকে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে ধুঁকছে রিয়াল। শেষমেশ মাদ্রিদের ক্লাবটি সরাসরি পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন পারবে কিনা, তাই নিয়েই সংশয় তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement