কুয়েত ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সুনীল ছেত্রী ও কোচ ইগর স্টিমাচ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে এসেই গেল ৬ জুন। শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলতে নামবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তাঁকে ঘিরে আবেগের পারদ চড়তে শুরু করে দিয়েছে। টিকিট নিঃশেষিত। টিকিটের চাহিদা এখনও তুঙ্গে। কিংবদন্তির শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় কলকাতা।
এখনই শেষের গান গেয়ো না, ভারত অধিনায়কের বিদায়বেলায় এমন সুরও উঠছে। কুয়েতের বিরুদ্ধে নামার আগেরদিন সাংবাদিক বৈঠকে উড়ে এল প্রশ্ন। কুয়েত ম্যাচের পরে কি সিদ্ধান্ত বদলাবেন আপনি? সুনীল ছেত্রী অনড়। নিজের লক্ষ্যে অবিচল। বল পায়ে তিনি যখন দৌড়ন, তখন আগেই দেখে ফেলেন বিপক্ষের গোল।
এক্ষেত্রেও সুনীল বলছেন, ”না স্যর, স্যুট তৈরি। ছেলেদের খেলা দেখার জন্য এবার আমি বিভিন্ন জায়গায় যাব। আমার মুখে যা আসে, তাই বলে দিই না। আমি দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা করেছি। তার পরে সিদ্ধান্ত নিয়েছি। ১৯ বছরের দীর্ঘ পরিক্রমা এবার শেষ হচ্ছে।”
কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে জিতলেও সিদ্ধান্তের কোনও পরিবর্তন হবে না। সুনীলের সহজ সরল উত্তর, ”আমি যদি-কিন্তু প্রশ্ন পছন্দ করি না। আমরা জিতলেও সিদ্ধান্তে কোনও বদল হবে না। ফ্যান হিসেবে এবার থেকে যাব। ছেলেরা যেখানে খেলবে আমি ভক্ত হিসেবেই খেলা দেখতে যাব।”
যুবভারতী একদিন দেখেছিল সুনীলের উত্থান। সেই মাঠেই শেষ ম্যাচে নামছেন তিনি। ফেয়ারওয়েল ম্যাচের আগে সুনীল ছেত্রী বলছেন, ”এটা শুধু আমার আর আমার শেষ ম্যাচ নয়। আমাদের প্রাথমিক লক্ষ্য হল ম্যাচটা জেতা। খুব একটা সহজ আমাদের কাজ নয়। কিন্তু আমরা তৈরি। আমাদের জন্য দারুণ সমর্থন থাকবে। আমরা জিতলে পরের রাউন্ডে যোগ্যতাঅর্জন করেই ফেলব বলা যায়। তার পরে আরও পাঁচটা সেরা ম্যাচ দেখতে যাওয়ার জন্য আমার জামাকাপড় তৈরি করে ফেলেছি।”
সুনীল ছেত্রীও যে অস্তাচলে যাচ্ছেন, এ বিশ্বাসই হচ্ছে না ভক্ত-অনুরাগীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.