ছবি: পিন্টু প্রধান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন সুনীল ছেত্রী। আবেগের ফল্গুধারায় ভেসে গেল ভারতীয় ফুটবলের ‘রাজধানী’ কলকাতা। ম্যাচের শেষে চোখের জলে ভেসে গেলেন কিংবদন্তি। প্রিয় ক্যাপ্টেনকে বিদায় জানাতে একের পর এক উপহারের ডালি সাজিয়ে দিল কলকাতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, সুনীলের শেষ ম্যাচে হাজির থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিই বাংলার তরফে সংবর্ধনা দেবেন বিদায়ী কিংবদন্তিকে। এদিন ম্যাচের শেষে গায়ে জাতীয় পতাকা জড়িয়ে সংবর্ধনা অনুষ্ঠানে আসেন সুনীল (Sunil Chhetri)। ফুলের তোড়া দিয়ে তাঁকে সম্মান জানান ক্রীড়ামন্ত্রী। বিশেষ মেডেলও পরিয়ে দেন তারকা ফুটবলারের গলায়।
আলাদা করে সুনীলকে সম্মান দেয় ইস্টবেঙ্গল-মোহনবাগানও। নিজের ফুটবল জীবনের প্রথমদিকে সবুজ-মেরুনের হয়ে খেলেছেন সুনীল। মোহনবাগানের (Mohun Bagan) সঙ্গে তাঁর প্রথমবারের চুক্তি সই করার ছবি এদিন উপহার হিসাবে সুনীলের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে লাল-হলুদ জার্সির কেক এবং মিষ্টিও সুনীলকে উপহার দেন ইস্টবেঙ্গলের (East Bengal) কর্তারা।
কিংবদন্তির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থরাও। বৃহস্পতিবারের যুবভারতীতে যেন ভারতীয় ফুটবলের চাঁদের হাট বসেছিল। মেহতাব হোসেন থেকে রহিম নবি, আই এম বিজয়ন থেকে ষষ্ঠী দুলে- সকলেই হাজির ছিলেন গ্যালারিতে। তাঁরাও বিশেষ স্মারক তুলে দেন সুনীলের হাতে। বিদায়বেলায় সংবর্ধনা অনুষ্ঠানের পরেও মন খারাপ ছুঁয়ে গেল ফুটবলপ্রেমীদের। কান্নাভেজা ভাঙা গলায় বাংলা ভাষায় সুনীল বললেন, সকলে ভালো থাকবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.