সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে আইএসএলের লিগ টেবিলে চতুর্থ স্থানে শেষ করেছিল ওড়িশা এফসি। সেমিফাইনালে বিদায় নিতে হয়েছিল মোহনবাগানের কাছে হেরে। রয় কৃষ্ণ-দিয়েগো মরিসিও জোড়া ফলা দিয়েও আইএসএল জয়ের স্বপ্নপূরণ হয়নি সের্জিও লোবেরার দলের। এবার কি প্রত্যাশা পূরণ করতে পারবে ‘জাগরনটস’রা? একনজরে ওড়িশা এফসির শক্তি-দুর্বলতা।
শক্তি: ওড়িশার প্রধান শক্তি হিসেবে প্রথমেই উঠে আসবে সের্জিও লোবেরার মগজাস্ত্রের প্রসঙ্গ। স্প্যানিশ কোচের পাসিং ফুটবলে এর আগেও দুরন্ত ফুটবল উপহার দিয়েছে তারা। তবে ২০২৩ থেকে ওড়িশা দলে থাকলেও লিগজয় করা হয়নি। যে কারণে এবার একঝাঁক নতুন ফুটবলার দলে নিয়েছে তারা। চেন্নাইয়িন থেকে এসেছেন রহিম আলি, হায়দরাবাদ থেকে জেরেমি। তাছাড়া হুগো বুমোস, আহমেদ জাহু, রয় কৃষ্ণরা তো রয়েছেনই। গোলপোস্টের নিচে ভরসা জোগাবেন অমরিন্দর সিং। সব মিলিয়ে এবারও যথেষ্ট শক্তিশালী দল ওড়িশার।
দুর্বলতা: গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেও ট্রফি ছোঁয়া হয়নি। সেক্ষেত্রে প্রত্যাশার চাপ ক্রমশ বাড়ছে। ডুরান্ড কাপে প্রত্যাশিত সাফল্য আসেনি। যদিও সেখানে তরুণ ফুটবলারদেরই সুযোগ দেওয়া হয়েছে। তবে অত্যধিক বিদেশি নির্ভরতা সমস্যায় ফেলতে পারে তাদের। সাইড ব্যাক নিয়ে আগেও সমস্যায় পড়েছে ওড়িশা। জেরি ও অময় রানাওয়াডে ছাড়া দলে ভরসাযোগ্য সাইডব্যাক নেই। এবার সেই জায়গায় তারা উন্নতি করতে পারে কিনা, সেদিকে নজর থাকবে।
কোচ: সের্জিও লোবেরা। দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে কোচিং করাচ্ছেন তিনি। এফসি গোয়া, মুম্বই সিটির মতো শক্তিশালী দলের দায়িত্বে ছিলেন লোবেরা।
নজরে কোন কোন ভারতীয়?
অমরিন্দর সিং, রহিম আলি, ইসাক
প্রথম ম্যাচ: ১৪ সেপ্টেম্বর। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.