সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন। সেই সুবাদে প্রথমবার আইএসএলে নামবে মহামেডান স্পোর্টিং। কলকাতা থেকে তিন প্রধানই এবার দেশের সেরা লিগে। সাদা-কালো জার্সিধারীদের দাপট দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলভক্তরা। কিন্তু অভিষেকেই কি প্রত্যাশা পূরণ করতে পারবে ব্ল্যাক প্যান্থাররা? কোথায় গিয়ে থামবে তাঁদের দৌড়? একনজরে মহামেডানের শক্তি-দুর্বলতা।
শক্তি: গত মরশুমে ১৩ দলের আই লিগে ২৪টি ম্যাচে ১৫টি জয় ও সাতটি ড্র-সহ মোট ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং। আইএসএলে সাফল্য পাওয়ার জন্য ইতিমধ্যেই নতুন ফুটবলার দলে নিয়েছে তাঁরা। ফরওয়ার্ড সিজার মানজোকিকে সই করিয়েছে সাদা-কালো ব্রিগেড। গৌরব বোরা, অমরজিৎ সিং কিয়াম, রোচারজেলা, মাকান ছোটের মতো আইএসএলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারদের সই করিয়েছে কলকাতার ক্লাব। এবার কিশোর ভারতীতে অভিযানে নামবে মহামেডান। ঘরের মাঠে বিরাট সমর্থনও শক্তি হবে তাঁদের।
দুর্বলতা: প্রথম আইএসএলে খেলার চাপ সঙ্গী হতে পারে ব্ল্যাক প্যান্থারদের। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপেও সাফল্য আসেনি। একঝাঁক নতুন ফুটবলার এলেও বিদায় নিয়েছেন এডি হার্নান্দেজ ও ডেভিড লালসানসাঙ্গা। গত মরশুমে তাদের সাফল্যে এই দুই ফুটবলারের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আই লিগে তাদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন হার্নান্দেজ এবং ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছিলেন ডেভিড। তাঁদের অভাব পূরণ করার পাশাপাশি দল হিসেবে সংঘবদ্ধ হয়ে ওঠাও লক্ষ্য থাকবে তাঁদের।
কোচ: গত মরশুমের কোচ আন্দ্রেই চেরনিশভ এবারও দায়িত্বে থাকছেন। আইএসএলে ভালো পারফরম্যান্স করার বিষয়ে আশাবাদী রাশিয়ান কোচ।
নজরে কোন কোন ভারতীয়?
পদম ছেত্রী, মাকান ছোটে, রোচারজেলা
প্রথম ম্যাচ: ঘরের মাঠে ১৬ সেপ্টেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.