Advertisement
Advertisement
Sourav Ganguly

‘মোহনবাগান রত্ন’ সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা সবুজ-মেরুনের

২৯ জুলাই মোহনবাগান দিবসে সৌরভকে এই সম্মানে ভূষিত করা হবে। 

Sourav Ganguly will be conferred Mohun Bagan Ratna

সৌরভের মুকুটে নতুন পালক।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 18, 2024 4:46 pm
  • Updated:July 18, 2024 7:18 pm  

দুলাল দে: লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাঁর কভার ড্রাইভের সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার ডেভিড গাওয়ারের তুলনা করা হত। বর্ণময় ক্রিকেট জীবনে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ‘টিম ইন্ডিয়া’র ধারণা তাঁর হাতেই। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)  মুকুটে যোগ হতে চলেছে আরও একটি পালক। এবারের মোহনবাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। এদিন একজিকিউটিভ কমিটি মোহনবাগান রত্ন হিসেবে সৌরভকেই বেছে নেয়। 
কথিত আছে, স্কুল থেকে ফেরার সময়ে গ্যালারিতে বসে মোহনবাগানের ফুটবল খেলা দেখতেন তিনি। নিজেও ফুটবল খেলতে পছন্দ করতেন। মোহনবাগানের হয়ে নবছর খেলেছেন তিনি। স্মৃতিরোমন্থন করে প্রাক্তন কোচ পলাশ নন্দী বলছিলেন, ”মোহনবাগানের হয়ে অসংখ্য ভালো ম্যাচ খেলেছে সৌরভ। একটা ম্যাচের কথা খুব মনে পড়ছে। এরিয়ান্সের বিরুদ্ধে খেলা ছিল। সৌরভ বায়না ধরে বসল, ও ওপেন করবে। এরিয়ান্স তখন খুবই শক্তিশালী দল। সৌরভ মিডল অর্ডারের ব্যাটসম্যান। ওকে ওপেন করতে দেবে না অরুণলালরা। সৌরভ নাছোড়বান্দা, ওপেন করবেই। সেই ম্যাচে সৌরভ ওপেন করে ডাবল হান্ড্রেড করেছিল। বিধ্বংসী ইনিংস খেলেছিল। পিসি সেন ট্রফিতে রবি শাস্ত্রীরা খেলতে এসেছিল। সেই ম্যাচে ৮০ রান করেছিল।”
পুরনো ক্লাবের হয়ে তিনি ব্যাট হাতে অনেক মণিমুক্তো ছড়িয়েছেন। সেই মোহনবাগান এবারে তাঁকে সেরা রত্নের সম্মান দিচ্ছে। উল্লেখ্য, তাঁকে লাইফটাইম সম্মানে আগেই ভূষিত করেছিল মোহনবাগান। 

[আরও পড়ুন: কলকাতা লিগে প্রথম জয়, পিয়ারলেসকে হারিয়ে তিন পয়েন্ট মোহনবাগানের

এবার সেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। সেরা ফরোয়ার্ডের সম্মান দেওয়া হচ্ছে মনবীর সিংকে। সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট। সেরা ক্রিকেটার অভিলীন ঘোষ। সেরা সাপোর্টার বাপি মাজি ও অজয় পাসওয়ান। সেরা সাংবাদিক দেবাশিস দত্ত, সেরা কর্মকর্তা সৌরভ পাল। নতুন একটি পুরস্কার দেওয়া হচ্ছে এবার থেকে। সেরা রেফারি প্রতুল চক্রবর্তী সম্মানে ভূষিত করা হচ্ছে দিলীপ সেনকে। লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হচ্ছে প্রয়াত প্রাক্তন সবুজ-মেরুন অধিনায়ক বিমল মুখোপাধ্যায়কে। তিনি মোহনবাগানের প্রথম লিগ জয়ী অধিনায়ক। 

Advertisement

[আরও পড়ুন: চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ১১ মিনিট খেলবেন মারিয়া! নতুন জল্পনা তারকাকে নিয়ে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement