ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ব্রাজিলের কিংবদন্তিরা। অন্যদিকে, ভারতীয় তারকারা। ৩০ মার্চ, রোববার তাঁরা মুখোমুখি হতে চলেছেন। চেন্নাইয়ে হবে বহু প্রতীক্ষিত এই ম্যাচ। ব্রাজিল লেজেন্ডস মুখোমুখি হবে ইন্ডিয়া-অল স্টারসের। এই প্রদর্শনী ম্যাচের আগে ভারতে এলেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো গাউচো। শনিবার চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি।
রোনাল্ডিনহো আসার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, কিংবদন্তি ফুটবলারকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন ভক্ত। ভক্তরা তাঁকে-সহ গোটা ব্রাজিল দলকে স্বাগত জানান। তাঁকে একবার ছুঁয়ে দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।
An airport run we’d never thought we’d make
#AllInForChennaiyin #FootballPlusSummit #FootballForAll pic.twitter.com/xzNmuGuo62
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) March 29, 2025
ফুটবলজীবনে তাঁর পায়ের জাদুতে আচ্ছন্ন ছিল গোটা ফুটবলবিশ্ব। এবার এই কিংবদন্তি ফুটবলার ভারতে ফুটবল ম্যাচ খেলতে চলেছেন। জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী ম্যাচ। রোনাল্ডিনহো ছাড়াও রিভাল্ডো, কাফুর মতো বিশ্বকাপজয়ী ফুটবলাররাও রয়েছেন ব্রাজিল লেজেন্ডস দলে। রয়েছেন গিলবার্তো সিলভা, এডমিলসন, ক্লেবারসন, মার্সেলোর মতো প্রাক্তন ফুটব্লাররা। লেজেন্ডস অফ ব্রাজিল দলের হয়ে ডাগআউটে বসবেন কিংবদন্তি কোচ দুঙ্গা।
অন্যদিকে, ইন্ডিয়া-অল স্টারস দলে থাকবেন মেহতাব হোসেন, অ্যালভিটো ডি’কুনহা, সৈয়দ রহিম নবি, শুভাশিস রায়চৌধুরি, মেহরাজউদ্দিন ওয়াডু, শানমুগাম ভেঙ্কটেশ, অর্ণব মণ্ডল এবং মহেশ গাউলি। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক আইএম বিজয়ন। ব্রাজিল কিংবদন্তিদের হারাতে মরিয়া থাকবেন তাঁরা। সবমিলিয়ে একটা উপভোগ্য ম্যাচ দেখার আশায় দর্শকরা। খেলা শুরু সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ফ্যানকোড অ্যাপে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.