ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগে শুরু হতে চললেও সম্প্রচার নিয়ে জট কাটল না। শুক্রবার প্রথম দিনেই লিগের দু’টি ম্যাচ রয়েছে। হায়দরাবাদে শ্রীনিধি ডেকান বনাম গোকুলাম। কল্যাণীতে ইন্টার কাশী বনাম এসসি বেঙ্গালুরু।
ক্রীড়াসূচি ঠিক আছে। অ্যাওয়ে ম্যাচ খেলতে দলগুলি পৌঁছেও গিয়েছে। কিন্তু কোন চ্যানেলে ম্যাচ সম্প্রচার হবে, সে বিষয়ে আই লিগের ক্লাবগুলো সরকারি ভাবে ফেডারেশনের থেকে এখনও কিছু জানতে পারেনি। তাই এদিন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি দিল ১২ ক্লাবের আই লিগ অ্যাসোসিয়েশন। তারা চিঠিতে লিখেছে, ফেডারেশনের সঙ্গে বেশ কয়েকবার তাদের আলোচনায় জানানো হয়েছিল, এবার সোনি নেটওয়ার্কে আই লিগ সম্প্রচারিত হবে। কিন্তু এখনও পর্যন্ত ফেডারেশন থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি ক্লাবগুলোকে।
এরকম নয় যে, ক্লাবগুলো লিগ খেলতে চায় না। সেক্ষেত্রে তাড়াতাড়ি করে সোনি নেটওয়ার্কে ম্যাচ সম্প্রচার করতে সমস্যা হলে, আই লিগ কয়েকটা দিন পিছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সোনি নেটওয়ার্কে ম্যাচ না দেখালে ক্লাবগুলো আই লিগ খেলবে না। এখন দেখার চিঠি পাওয়ার পর ফেডারেশন কী করে। কারণ, শুক্রবার ম্যাচ খেলার জন্য আই লিগের ক্লাবগুলো তৈরি হয়ে গিয়েছে। এদিন প্রথামাফিক সাংবাদিক সম্মেলনও হয়।
উল্লেখ্য, আই লিগ সম্প্রচার নিয়ে সমস্যা অনেক দিন ধরেই চলছে। শুরু থেকে আই লিগের ক্লাবগুলিকে ফেডারেশন জানিয়েছিল, খেলা সম্প্রচার করবে সোনি স্পোর্টস। অথচ ২৩ অক্টোবরে দেওয়া আরএফপি-র বিজ্ঞাপনের সূত্রে শ্রাচিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে ১ অক্টোবর যে বিজ্ঞাপন দিয়ে ফেডারেশন তুলে নিয়েছিল, সেখানে কেন এই বিষয়ে উল্লেখ নেই? এমন বহু প্রশ্ন ওঠে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.