Advertisement
Advertisement
Odisha FC

ফিফার শুভেচ্ছার পর নয়া সাফল্য, মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ওড়িশা

চলতি মরশুমে ভারতের মহিলাদের লিগ চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা।

Odisha FC women's team will participate in inaugural AFC Women's Champions league

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 7, 2024 5:02 pm
  • Updated:May 7, 2024 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মহিলাদের ফুটবল লিগ (Indian Women’s League) চ্যাম্পিয়ন ওড়িশা এফসি (Odisha FC)। কদিন আগেই ফিফা শুভেচ্ছা জানিয়েছে তাদের। এবার নতুন সংবাদ পেল তারা। আগামী মরশুমে মহিলাদের এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে (AFC Women’s Champions League) খেলবে ওড়িশা এফসি। এবছর থেকেই শুরু হচ্ছে এই নতুন প্রতিযোগিতা। ভারত থেকে একমাত্র মণীষা পান্নারা সুযোগ পাচ্ছেন এই নতুন লিগে খেলার।

ওড়িশা এফসি চলতি মরশুমে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে শেষ করে। গতবারের বিজয়ী গোকুলাম কেরালা শেষ পর্যন্ত চেষ্টা করলেও ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে। এবার তারই সুফল পেল ওড়িশা এফসি। আগামী মরশুমের এএফসি মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তারা। যা ভারতের মহিলা ফুটবলের উন্নতির ছবি বলেই অনেকে মনে করছেন।

Advertisement

[আরও পড়ুন: নয়ে কেন ধোনি? বরফ গলাল চেন্নাই, কারণ জানলে মাহিকে কুর্নিশ জানাবেন আপনিও]

এতদিন এশিয়ায় মহিলাদের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট ছিল ক্লাব চ্যাম্পিয়নশিপ (AFC Women’s Club Championship)। যেখানে মাত্র আটটি দল খেলত। এর আগে ভারত থেকে গোকুলাম কেরালা এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছে। যদিও আগামী মরশুমে মহিলাদের টুর্নামেন্টকে নতুন করে সাজিয়ে তুলছে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা। সেই জন্যই ২০২৪-২৫ মরশুমে চালু হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে অংশগ্রহণ করবে ২০টি দেশের দল। গ্রুপ পর্যায় ও নক আউট ভিত্তিতে হবে এই নতুন লিগ।

উদ্বোধনী লিগে ওড়িশার অংশগ্রহণ করার খবর ক্লাব থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে। যে খবরে স্বাভাবিক ভাবেই আনন্দিত দেশের ফুটবল ভক্তরা। উল্লেখ্য, পুরুষদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবছর অংশগ্রহণ করেছিল মুম্বই সিটি এফসি। রাহুল ভেকেদের গ্রুপে সৌদি আরবের আল হিলাল ছিল। কিন্তু কোনও পয়েন্ট না নিয়ে গ্রুপ থেকেই বিদায় নেয় মুম্বই সিটি।

[আরও পড়ুন: ‘ওরকম না করলেও চলত’, অতীতের আচরণ নিয়ে আক্ষেপ গম্ভীরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement