সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় একবছর পর ফুটবল মাঠে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে মাঠে নেমে গোলের সুযোগও তৈরি করেছিলেন। কিন্তু আপাতত দেশের জার্সিতে ফেরা হচ্ছে না নেইমারের (Neymar)। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের যে দল ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র ঘোষণা করেছেন, সেখানে নেই নেইমার। দলে জায়গা হয়নি এনরিকেরও।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে দক্ষিণ আমেরিকায় ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে। গ্রুপ শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। শুরুর দিকে ব্রাজিল খুব একটা ভালো ফর্মে না থাকলেও কামব্যাক করেছেন রাফিনহারা। শেষ দুই ম্যাচে চিলি ও পেরুর বিরুদ্ধে জয় এসেছে। নভেম্বরে আরও দুটি ম্যাচ খেলতে হবে সেলেকাওদের। ভেনেজুয়েলার বিরুদ্ধে ছাড়াও ঘরের মাঠে উরুগুয়ের মুখোমুখি হতে হবে ভিনিসিয়াসদের।
তবে এই লড়াইয়ে দলে নেই নেইমার। যিনি কিছুদিন আগেই চোট সারিয়ে মাঠে ফিরেছেন। তবে আল হিলালেও নিয়মিত খেলছেন না। এমনকী ক্লাববদলের খবরও শোনা যাচ্ছে। দোরিভাল অবশ্য বলছেন, “নেইমার ব্রাজিলের জার্সিতে ফেরার পর্যন্ত তৈরি। কিন্তু চোটমুক্ত হওয়ার পর খুব বেশিক্ষণ খেলেনি। ক্লাবের সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। নেইমার যখনই পুরোপুরি তৈরি হবে, আমরা ওকে দলে ডেকে নেব।”
প্রত্যাশিতভাবেই দলে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও বার্সেলোনার রাফিনহা। সম্প্রতি দুরন্ত ছন্দে আছেন দুজনেই। তবে বাদ পড়েছেন এনরিকে। মরশুমের শুরুতে সাড়া ফেলে দিয়ে রিয়ালে এসেছিলেন ১৮ বছরের ফুটবলার। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তাঁকে নিয়ে দোরিভালের বক্তব্য, “কে কবে ফর্মে ফিরবে, তার সময় আমাদের নেই। দেখতে হবে, সে ভালো খেলছে কিনা? এটা ট্রেনিং করার জায়গা নয়।”
🚨Official:
The Brazil squad for November! 🇧🇷 pic.twitter.com/prPI0RsAhF
— Brasil Football 🇧🇷 (@BrasilEdition) November 1, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.