ছবি: সোশাল মিডিয়া।
শিলাজিৎ সরকার: ১৫ এপ্রিলের পর ৪ মে। প্রথম দিনটায় ছিল লিগ-শিল্ডের ‘ভার্চুয়াল’ ফাইনাল। এবার আইএসএল (ISL 10) কাপ জয়ের লড়াই।
ট্রফিতে বদল হয়েছে বটে। তবে মুখোমুখি হতে চলা দু’টো দল আর রণাঙ্গনটা একই আছে। যুবভারতীতে ফের মুখোমুখি মোহনবাগান (Mohun Bagan) আর মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। তবে এবার ফলাফল বদলে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই অধিনায়ক রাহুল ভেকে। অতীতে ইস্টবেঙ্গলে খেলার সুবাদে এই শহরের সঙ্গে পুরনো পরিচিতি আছে রাহুলের। সেকথাই শুক্রবার সাংবাদিক সম্মেলনে বলছিলেন তিনি, “ইস্টবেঙ্গলে খেলার সুবাদে বলতে পারি, ভরা যুবভারতীতে খেলার অভিজ্ঞতা অন্যরকম।” লিগ-শিল্ডের পর আইএসএল কাপেও খেতাব নির্ধারণের ম্যাচ সমর্থকে ঠাসা গ্যালারির সামনে খেলবে মোহনবাগান। তবে তা নিয়ে ভাবনা নেই রাহুলের। “এবছর মোহনবাগানের বিরুদ্ধে খান তিনেক ম্যাচ খেলেছি। তার মধ্যে দু’টো এখানেই। ফলে ভরা গ্যালারির সামনে খেলা নিয়ে চাপে পড়ব না আমরা,” বলছিলেন তিনি।
মুম্বই মাঝমাঠের ভরসা আলবার্তো নগুয়েরাও লিগ-শিল্ডে হারের বদলা নেওয়ার কথা শোনালেন। “ফাইনাল একেবারেই অন্য ম্যাচ। এখানে লড়াইটাও আলাদা হবে। ওদের সঙ্গে শেষ ম্যাচে হেরেছি ঠিকই। তবে আমরা দল হিসাবে কতটা ভালো, সেটা কাল মাঠেই বুঝিয়ে দেব,” বার্তা এই স্প্যানিশ মিডফিল্ডার।
বদলার ম্যাচে নামার আগে বেশ কিছু কাঁটা রয়েছে মুম্বই শিবিরে। এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম পর্বে চোট পান লেফট ব্যাক আকাশ মিশ্রা। ফাইনালে তিনি নেই। এমনকী বৃহস্পতিবার তাঁকে ছাড়াই কলকাতা এসেছে টিম মুম্বই। জাতীয় দলের এই তারকা ডিফেন্ডার শনিবার দুপুরের দিকে টিম হোটেলে এসে দলের সঙ্গে যোগ দেবেন। আকাশের বদলি খোঁজাই এখন কোচ পিটর ক্রাটকির চ্যালেঞ্জ। কারণ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে লেফট ব্যাক হিসাবে নেমে মেহতাব সিং নজর কাড়তে পারেননি। কার্ড সমস্যায় নেই ইওল ভ্যান নিফও। শনিবার মাঝমাঠে নগুয়েরা খেলতে পারেন তাঁর বদলে। যদিও তিনি নিফের ভূমিকায় কতটা কার্যকর হবেন, তা নিয়ে ধন্ধ রয়েছে। তবে ফরোয়ার্ড লাইনে লাললিয়ানজুয়ালা ছাংতের ফর্ম ভরসা দেবে মুম্বইকে।
মুম্বইয়ে আরও এক ফুটবলার আছেন, যাঁর সঙ্গে মোহনবাগানের সম্পর্ক বেশ পুরনো। আইএসএলে মোহনবাগানের প্রথম মরশুমে দলের অন্যতম সদস্য ছিলেন তিনি, অর্থাৎ জয়েশ রানে। সেবার এই মুম্বইয়ের কাছেই লিগ-শিল্ড আর আইএসএল কাপের লড়াইয়ে সবুজ-মেরুন হার মেনেছিল, হার মেনেছিলেন জয়েশও। তবে শনিবাসরীয় যুবভারতীতে সেই ফলের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়েই নামবেন তিনি, নামবে তাঁর দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.