Advertisement
Advertisement
ISL Final

বিধ্বস্ত গোয়া, আইএসএল ফাইনালে মোহনবাগানের মুখোমুখি মুম্বই

আইএসএল ফাইনাল ৪ মে।

Mumbai City FC and Mohun Bagan will play ISL Final

গোলের পরে জর্জ পেরেরা ডিয়াজ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 29, 2024 9:27 pm
  • Updated:April 29, 2024 9:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তোনিও হাবাসের ছেলেরা ২-০ গোলে মাটি ধরায় লোবেরার ওড়িশা এফসিকে। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জেতার ফলে ফাইনালে চলে যায় সবুজ-মেরুন ব্রিগেড।
সোমবার আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় মুম্বই সিটি (Mumbai City) ২-০ গোলে হারায় এফসি গোয়াকে। সোমবার ম্যাচ জেতার ফলে মুম্বই সিটি এগ্রিগেটে ৫-২ গোলে জিতে ফাইনালে পৌঁছে যায়। মুম্বইয়ের হয়ে গোল করেন জর্জ পেরেরা দিয়াজ এবং ছাংতে। প্রথম সাক্ষাতে মুম্বই সিটি ৩-২ গোলে ম্যাচ জিতেছিল।

[আরও পড়ুন: ভাগ্যিস ছক্কা মারিনি! ম্যাচ জিতিয়ে মাথায় হাত, ঈশ্বরকে ধন্যবাদ বিরাটের]

এদিনও মুম্বইয়ের দাপট বজায় থাকল। আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের সামনেই মুম্বই ম্যাচ জিতে পৌঁছে গেল ফাইনালে। আইএসএল ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফাইনালের বল গড়াবে ৪ মে। 
এই যুবভারতীতেই মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ফাইনালে মুখোমুখি ফের দুই দল। মোহনবাগান ও মুম্বই দলে রয়েছে দুর্দান্ত সব ফুটবলার। দারুণ এক ফাইনালের অপেক্ষায় যুবভারতী। আর সল্টলেক স্টেডিয়ামে খেলা মানেই ফুলহাউজ গ্যালারি। দর্শকদের শব্দব্রহ্ম দ্বাদশ ব্যক্তি মোহনবাগানের। 

Advertisement

[আরও পড়ুন: ইডেনে বেল বাজিয়ে ম্যাচের শুভারম্ভ সৌরভের, টস জিতে ব্যাটিং দিল্লির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement