Advertisement
Advertisement
Derby

যুব ডার্বিতে মোহনবাগানের দাপট, পাঁচ গোলের লজ্জায় মুখ ঢাকল ইস্টবেঙ্গল

জোড়া গোল করেন সুহেল।

Mohun Bagan youth team won the derby by 5-1 against East Bengal

চলছে মোহনবাগানের জয়ের দৌড়। ছবি-সোশাল মিডিয়া থেকে।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 18, 2024 4:56 pm
  • Updated:March 18, 2024 5:21 pm  

মোহনবাগান-ইস্টবেঙ্গল
(শিবাজিৎ, টাইসন, সুহেল-২, দীপেন্দু) (আমন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
আইএসএল ডার্বিতে দাদারা জিতেছিল। আরএফডিএল যুব ডার্বিতে ভাইদের দাদাগিরি চলল। ব্যারাকপুরে মোহনবাগান (Mohun Bagan) ৫-১ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গলকে (East Bengal)। বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত  চলল সবুজ-মেরুনের গোলবর্ষণ। ইস্টবেঙ্গলের হয়ে সবেধন নীলমণি একটি গোল করেন আমন।
আইএসএলে হাবাসের ছেলেদের দাপট দেখা যাচ্ছে। ইস্টবেঙ্গলকে নিয়ে আইএসএলের দ্বিতীয় ডার্বিতে ছেলেখেলা করেন পেত্রাতোসরা। যুবভারতী থেকে ব্যারাকপুর। ছবিটা বদলায়নি একটুও। ইস্টবেঙ্গলকে ‘বাস্তব’ দেখালেন সুহেল-টাইসনরা। তাঁরা একটি একটি করে গোল করছেন আর চলছে অভিনব উদযাপন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের দৌড় অব্যাহত মোহনবাগানের।
প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়েছিল মোহনবাগান। তা দেখেই বোঝা যাচ্ছিল, ম্যাচের উপরে কতটা প্রভাব বিস্তার করেছিল সবুজ-মেরুন। কতটা আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মোহনবাগান। আরও আগ্রাসী সবুজ-মেরুন। সেকেন্ড হাফে তিন-তিনটি গোল করে সবুজ-মেরুন ব্রিগেড। সান্ত্বনা হিসেবে একটি গোল করে ইস্টবেঙ্গল। আমন সিকে শেষ মুহূর্তে একটি গোল করে ৫-১ করেন। নাহলে ৫-০ ফলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হতো ইস্টবেঙ্গলকে। 

[আরও পড়ুন: দুবার প্লে অফে উঠেও স্বপ্নভঙ্গ, অধরা আইপিএল পাবে লখনউ? একনজরে শক্তি-দুর্বলতা]

ফ্রি কিক থেকে শিবাজিৎ প্রথমে এগিয়ে দেন সবুজ-মেরুনকে। ওই বাঁক খাওয়ানো ফ্রিকিকের জবাব ছিল না ইস্টবেঙ্গল গোলকিপারের কাছে। ফ্রি কিক থেকেই টাইসন ২-০ করেন। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ফিরে আসে মোহনবাগান। ৪৮ মিনিটে সুহেলের বুলেট হেডে ৩-০ হয়। তার পরেই রোনাল্ডোর মতো সেই বিখ্যাত ‘সিউ’ সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। ৬৭ মিনিটে সেই সুহেল ভাটই ৪-০ করে যান। সেটিও হেডে। ৮২ মিনিটে দীপেন্দু ৫-০ করেন। মোহনবাগানের প্রবল আক্রমণে খড়কুটোর মতো উড়ে যায় ইস্টবেঙ্গল। অ্যাডেড টাইমে আমন একটি গোল করেন লাল-হলুদ ব্রিগেডের হয়ে।  

Advertisement

[আরও পড়ুন: কোন ছকে ১৩বার স্টোকসকে বধ করেছেন? অকপটে জানালেন অশ্বিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement