Advertisement
Advertisement
Mohun Bagan

ডুরান্ডে আজ অভিযান শুরু মোহনবাগানের, খারাপ সময় কাটাতে মরিয়া কোচ বাস্তব

ডুরান্ড কাপে প্রথম ম্যাচে কোচ হিসাবে থাকছেন বাস্তব রায়।

Mohun Bagan will take on Downtown Heroes in Durand Cup

অনুশীলনে মোহনবাগানের বিদেশি খেলোয়াড় টম অলড্রেড।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 27, 2024 8:55 am
  • Updated:July 27, 2024 10:03 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডে খেলতে নামার চব্বিশ আগে কলকাতা লিগের সূচিকে কেন্দ্র করে আইএফএর-বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল মোহনবাগান (Mohun Bagan)। নতুন সূচি অনুযায়ী দেখা যাচ্ছে এই পর্বে ৯ আগস্ট ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে। সেখানে মোহনবাগান ৩০ জুলাই পরের ম্যাচ খেলবে। আর মহামেডান নামছে ৪ আগস্ট।
মোহনবাগানের চিঠি পাওয়ার পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, “নেক্সটজেন কাপ খেলতে ইস্টবেঙ্গল দেশের বাইরে যাচ্ছে। সেই কারণে এই সময়ে ওদের ম‌্যাচ দেওয়া হয়নি। এটা দেশের সম্মানের বিষয়। শুধু ইস্টবেঙ্গল কেন, গতবার আই লিগের সময় মহামেডানের অনুরোধও শুনেছিলাম। মোহনবাগানের চিঠির উত্তরও আমরা দিয়েছি।”

[আরও পড়ুন: প্যারিসে জমকালো উদ্বোধন অলিম্পিকের, শ্যেন নদীর উপর তেরঙ্গা হাতে ভারতীয় অ্যাথলিটরা]

মোহনবাগানের পক্ষ থেকে এদিন ফের আইএফএ-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, গত মরশুমে তাদের এফএসি কাপ ও আইএসএলের মাঝেই তাদের সঙ্গে আলোচনা না করেই ডার্বির দিন ঘোষণা করা হয়েছিল। তাদের কোনও অনুরোধ শোনা হয়নি। একইসঙ্গে জানানো হয়েছে, গত মরশুমে ঘরোয়া লিগে ডার্বির টিকিট বিক্রির স্বত্ত্ব চেয়েছিল মোহনবাগান। তার বিনিময়ে আইএফএ-কে তারা ১০ লক্ষ টাকা দেবে বলেছিল। আইএফএ তাতে রাজি হয়নি।
এদিকে, শনিবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের সামনে কাশ্মীরের ক্লাব ডাউনটাউন হিরোজ। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে ডুরান্ড কাপ খেলতে এসেছে কাশ্মীরের ক্লাবটি। তবে মোহনবাগান সমর্থকদের আগ্রহের বিষয় শনিবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে নতুন বিদেশি টম অলড্রেড ও সদ্য সই করা গোলকিপার ধীরাজ সিং খেলবেন কিনা। এদিন অনুশীলনে দু’জনেই নেমেছেন। কোচ দুজনের উপরই ছেড়েছেন শনিবার খেলার বিষয়টি। শরীর দিলে তাদের খেলানোর চেষ্টা করা হবে।
কলকাতা লিগে এই মুহূর্তে মোহনবাগানের পারফরম্যান্স ভালো নয়। লিগ টেবিলের নবম স্থানে রয়েছে তারা। ঘরোয়া লিগে ভালো ফল না হওয়ায় ডুরান্ড কাপে প্রথম ম্যাচে কোচ হিসাবে থাকছেন গতবারের কলকাতা লিগে কোচের দায়িত্বে থাকা বাস্তব রায়। পরের ম্যাচ থেকে কোচের দায়িত্বে থাকতে পারেন সিনিয়র দলের হেড কোচ হোসে মলিনা।
ডাউনটাউনের বিরুদ্ধে নামার আগে বাস্তব বলছেন, “প্রতিপক্ষ অচেনা। তাই ওদের হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই। এই ম্যাচ থেকেই খারাপ সময়টাকে কাটাতে হবে। জানি প্রতিপক্ষ ফিজিক্যাল গেম খেলবে। আমাদের কোনওভাবেই গোল হজম করা যাবে না। ম্যাচ হারলে পরের পর্বে যাওয়া কঠিন।”
আজ ডুরান্ড কাপে- (মোহনবাগান বনাম ডাউনটাউন হিরোজ, যুবভারতী
ম্যাচ শুরু সন্ধ্যা ৬.০০ থেকে সরাসরি সম্প্রচার, সোনি স্পোর্টস নেটেওয়ার্কে)

Advertisement

[আরও পড়ুন: সিন্ধুর পরনে শাড়ি, কুর্তা-পাজামায় সেজেছেন শরথরা, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি টিম ইন্ডিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement