গ্রেগ স্টুয়ার্ট।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মরশুমের জন্য আরও এক বিদেশি চূড়ান্ত করে ফেলল মোহনবাগান। এক বছরের চুক্তিতে সবুজ-মেরুনে সই করছেন গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)। গত মরশুমে স্কটিশ প্রিমিয়ারশিপে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।
গ্রেগ স্টুয়ার্ট আইএসএলের পরিচিত মুখ। মুম্বই সিটি (Mumbai City FC) এফসির হয়ে দু’বছর দুরন্ত ফুটবল খেলেছেন। তার আগে খেলেছেন জামশেদপুরে এফসিতে। স্কটিশ ফুটবলার এখন নিজের দেশেরই প্রিমিয়ারশিপে একটি ক্লাবের হয়ে খেলেন। গত তিন মরশুমে সব মিলিয়ে ২৯টি গোল এবং ২১টি অ্যাসিস্ট রয়েছে স্টুয়ার্টের নামের পাশে। এবছর মোহনবাগানের জার্সি পরা চূড়ান্ত। শোনা যাচ্ছে, বাগান কোচ হোসে মোলিনার পছন্দের ফুটবলার স্টুয়ার্ট।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেনকে সই করার ব্যাপারটি চূড়ান্ত করেছে মোহনবাগান। শোনা যাচ্ছে, কয়েক দিন আগেই সবুজ-মেরুনের চুক্তিপত্রে সই করে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। মোহনবাগান (Mohun Bagan) কর্তাদের পরিকল্পনা, ২৯ জুলাই ‘মোহনবাগান দিবসে’ মঞ্চ থেকে ঘোষণা হবে জেমি ম্যাকলারেনের নাম। ম্যাকলারেনের পাশাপাশি চূড়ান্ত হয়ে গিয়েছে স্টুয়ার্টের নামও। এক বছরের চুক্তিতে ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। দিমিত্রি, কামিন্স, ম্যাকলারেনের সঙ্গে স্টুয়ার্ট আক্রমণভাগে মোহনবাগানকে দেশের অন্যতম শক্তিধর আক্রমণ ভাগ হিসাবে তুলে ধরবে।
মোহনবাগান সূত্রের খবর, ক্লাবের ৬ বিদেশি প্রায় চূড়ান্ত। তবে আর্মান্দো সাদিকুকে ছেড়ে দিতে চায় ক্লাব। কিন্তু তাঁর সঙ্গে মোটা অঙ্কের আর্থিক চুক্তি করেছে মোহনবাগান। সাদিকুকে রিলিজ করলে ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগানকে। তাই আইএসএলের অন্য কোনও ক্লাবের সঙ্গে সাদিকুকে সোয়াপ ডিল করা যায় কিনা সেটাই দেখছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.