Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

‘ঝামেলায় জড়াবেন না’, সেমির আগে বার্তা জেমির, প্রথম একাদশে ফিরবেন মনবীর-আপুইয়া?

গত ম্যাচের আগে হালকা চোট থাকায় ম্যাকলারেনকে প্রথম একাদশে খেলাননি মোলিনা।

Mohun Bagan forward Jamie Maclaren asks fans to calm down

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 7, 2025 2:08 pm
  • Updated:April 7, 2025 2:08 pm  

শিলাজিৎ সরকার: ঝামেলায় জড়াবেন না। আপনাদের হয়ে লড়াই আমরা করব। আইএসএল সেমিফাইনালে নামার কয়েকঘণ্টা আগে ফের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিল মোহনবাগান। সোমবার সকালে একটি অনুষ্ঠানে গিয়ে সবুজ-মেরুন ব্রিগেডের ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন বলেন, আমরা মাঠে নিজেদের সেরাটা দেব।

গত বৃহস্পতিবার আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে খেলতে জামশেদপুরে গিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোসরা। সেই ম্যাচে ২-১ হারে মোহনবাগান। ম্যাচ চলাকালীনই অ্যাওয়ে গ্যালারিতে গিয়ে মোহনবাগান সমর্থকদের বেধড়ক মারধর করে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষী এবং পুলিশরা। লাঠিচার্জে মাথা ফেটে যায় রিপন মন্ডল নামের এক মোহনবাগান সমর্থকের। আঙুল ফেটেছে সৌরভ সরকার নামের আরও এক মোহনবাগান সমর্থকের।

Advertisement

সেমিফাইনালের ফিরতি লেগের আগের দিন আহত পাঁচ সমর্থককে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন আকাশ রায় নামে এক সমর্থক। তিনি বলেন, “জেমি আমাকে জিজ্ঞাসা করছিল, কোথায় ব্যথা রয়েছে। সব শুনে বলল, এর জবাব মাঠে নেমেই দেবে।” ফ্যানকে দেওয়া সেই কথাই আরও একবার শোনা গেল অজি ফরোয়ার্ডের মুখে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের কয়েকঘণ্টা আগে একটি অনুষ্ঠান থেকে জেমি বলেন, “মোহনবাগান সমর্থকদের বলব, কোনও ঝামেলায় জড়াবেন না। আপনাদের হয়ে লড়াই আমরা করব। আমরা মাঠে নিজেদের সেরাটা দেব। আপনারা গ্যালারিতে বসে শুধু আমাদের খেলাটা উপভোগ করুন।”

গত ম্যাচের আগে হালকা চোট থাকায় ম্যাকলারেনকে প্রথম একাদশে খেলাননি মোলিনা। এখন ম্যাকলারেনও সুস্থ। রবিবার তিনি পুরোদমে অনুশীলন করেছেন। প্রথম একাদশে আপুইয়ার ফেরার সম্ভাবনাও প্রবল। আগের ম্যাচে চোটের জন্য খেলতে না পারা মনবীরকে দেখা যেতে পারে মাঠে, তবে পরিবর্ত হিসাবে। আপাতত সোমবার দুই গোলে জয় নিয়ে কোনও চাপই নিচ্ছে না সবুজ-মেরুন শিবির। বরং ঘরের মাঠে খেললে দল বাড়তি মোটিভেশন পাবে বলেই মনে করছেন মোহনবাগান কোচ মোলিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement