স্টাফ রিপোর্টার: ওড়িশা এফসির বিরুদ্ধে পুরো পয়েন্ট আসেনি। তাতে খুব একটা চিন্তিত না হলেও মোহনবাগান কোচ জোসে মোলিনার চিন্তা বাড়াচ্ছে অনিরুদ্ধ থাপার চোট। রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে হুগো বুমোসদের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান মোহনবাগানের মাঝমাঠের এই ফুটবলার। সেই চোটের জন্যই জাতীয় শিবিরে যোগ দিতে পারছেন না তিনি।
সোমবার এআইএফএফএর তরফ থেকে সরকারিভাবে অনিরুদ্ধের চোটের কথা ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি জাতীয় শিবিরে যোগ দিচ্ছেন না। যা জানা যাচ্ছে, তাতে অনিরুদ্ধের চোট সারতে কমপক্ষে দিন দশেক সময় লাগবে। আপাতত এটাই কিছুটা স্বস্তির কারণ হতে পারে মোলিনার কাছে। কারণ, মোহনবাগানের পরবর্তী ম্যাচ ২৩ নভেম্বর। কলকাতায় সেই ম্যাচের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার উপর এখনও পুরোপুরি চোট মুক্ত নন গ্রেগ স্টুয়ার্ট। তার উপর দশ দিনের মধ্যে অনিরুদ্ধের চোট না সারলে গ্রেগের পাশাপাশি অনিরুদ্ধও অনিশ্চিত হয়ে পড়বেন এই ম্যাচে।
যদিও পরের ম্যাচে গ্রেগকে পাওয়া নিয়ে আশাবাদী মোলিনা। বলছেন, “আশা করি এই ক’দিনের বিশ্রাম পেয়ে ও পরের ম্যাচে আগেই পুরপুরি ফিট হয়ে যাবে খেলার জন্য।” ওড়িশা এফসির বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতোসের খেলার প্রশংসা করেন মোহনবাগান কোচ। যোগ করেন, “দিমিত্রি ভালো খেলেছে। আক্রমণের পাশাপাশি প্রয়োজনে ডিফেন্সকেও সাহায্য করছে।” দিমির পাশাপাশি গোলকিপার বিশাল কাইথেরও প্রশংসা শোনা গেল মোলিনার গলায়। বিশাল নিয়ে বলতে গিয়ে বলেন, “রক্ষণের শেষ প্রহরী হিসাবে ও সবসময় তৈরি থাকে। সত্যি ধারাবাহিকভাবে নিজের কাজটা করে যাচ্ছে বিশাল। ওড়িশা ম্যাচেও খুব ভালো পারফর্ম করেছে বিশাল।” রবিবারের ম্যাচের পরই জেসন কামিংসদের এক সপ্তাহের ছুটি দিয়েছেন মোলিনা। ১৯ নভেম্বর সবাইকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.