মোহনবাগান: ২ (মনবীর, লিস্টন)
নর্থ-ইস্ট ইউনাইটেড: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবভারতীর পর গুয়াহাটি। ফের মোহনবাগানের কাছে পরাস্ত হল নর্থ-ইস্ট ইউনাইটেড। ডুরান্ড ফাইনালে জিতলেও আইএসএলের দুই লেগের ম্যাচেই সবুজ-মেরুন ব্রিগেডের কাছে হার মানতে হল আলাদিন আজেরাইরাদের। অ্যাওয়ে ম্যাচে ২-০ জিতে মাঠ ছাড়লেন মনবীর-লিস্টনরা। আইএসএলের পয়েন্ট টেবিলে ফের শীর্ষে উঠে এল মোহনবাগান।
অ্যাওয়ে ম্যাচে নামার আগে রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন কোচ হোসে মোলিনা। কার্ড সমস্যার জন্য নর্থ-ইস্ট ম্যাচে নামতে পারেননি দুই ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ এবং শুভাশিস বসু। তাঁদের পরিবর্তে মাঠে নামেন দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ন। তবে ম্যাচের শুরু থেকেই মোহনবাগানের টার্গেট ছিল, নর্থইস্টের স্ট্রাইকাররা আক্রমণাত্মক হয়ে ওঠার আগেই গোল করে এগিয়ে যাওয়া। মাঠে নেমে সেরকমটাই করার চেষ্টা করছিলেন দিমিত্রি পেত্রাতোসরা।
প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল মোহনবাগান। এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নর্থ-ইস্টের কাছেও। তবে দুই দলের রক্ষণভাগই আঁটসাট থাকায় শেষ পর্যন্ত গোল হয়নি প্রথম ৪৫ মিনিটে। তবে দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মেজাজে দেখা গেল সবুজ-মেরুন ব্রিগেডকে। ৬৪ মিনিটে বাজিমাত করলেন মনবীর সিং। মাঠের ডান প্রান্ত থেকে উঠে আসা বল ধরে শট মারেন তেকাঠির কোণ লক্ষ্য করে। গুরমিতকে বোকা বানিয়ে সোজা জালে জড়িয়ে যায় বল।
৭ মিনিটের মাথায় ফের গোল করে মোহনবাগানের তিন পয়েন্ট নিশ্চিত করেন লিস্টন কোলাসো। ডিফেন্ডারদের পায়ের জাল কাটিয়ে জোরালো শট মারেন গোল লক্ষ্য করে, যেটা আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন গুরমিত। দুই গোলে এগিয়ে যাওয়ার পর বেশ কিছু পরিবর্তন করেন মোলিনা। মাঠে নামেন জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্ট, দীপক টাংরিরা। মরিয়া হয়ে গোল শোধের চেষ্টা চালায় নর্থ-ইস্ট। কিন্তু সবুজ-মেরুন রক্ষণের প্রাচীর ভেঙে গোল পর্যন্ত পৌঁছতে পারেনি তারা। খেলার শেষপ্রান্তে এসে বেশ কয়েকটি সেভ করতে হয় বিশাল কাইথকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.