মহামেডান: ১ (অ্যাশলে)
ইন্টার কাশী: ১ (নিকোলা)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে সেভাবে দাপট দেখাতে পারেনি মহামেডান। ডুরান্ড কাপের শুরুতেও হোঁচট খেল সাদাকালো ব্রিগেড। আই লিগে দুরন্ত ফর্মে থাকা ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র করল মহামেডান। ১-১ ফলে শেষ হল ম্যাচ।
শনিবার ডুরান্ড অভিযান শুরু করেছিল মোহনবাগান। অনামী প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ কষ্টে জিততে হয়েছিল তাদের। তবে টুর্নামেন্টের শুরুতে কড়া চ্যালেঞ্জের মুখে পড়ল তিন প্রধানের অন্যতম মহামেডান (Mohammedan SC)। নতুন ক্লাব হলেও আই লিগে দুরন্ত ফর্মে রয়েছে ইন্টার কাশী। কিন্তু কঠিন প্রতিপক্ষ জেনেও মোটামুটি কলকাতা লিগে খেলা দলই এদিন খেলতে নেমেছিল ডুরান্ডে (Durand Cup)। দিনের শেষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হল তন্ময়দের।
শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল দুদলের মধ্যে। বল দখলের মরিয়া চেষ্টা চলছিল মহামেডান-ইন্টার কাশীর মধ্যে। মুহূর্তের মধ্যেই বিপক্ষের অর্ধে বল নিয়ে উঠে আসছিলেন ফুটবলাররা। তবে ডিফেন্ডারদের পায়ের জালেই আটকে যাচ্ছিল যাবতীয় আক্রমণ। তবে গোল খরা কাটল ৩৯ মিনিটে। গোল করে ইন্টার কাশীকে এগিয়ে দিলেন মহামেডানেরই প্রাক্তনী নিকোলা স্তোজানোভিচ। পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল, তাই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেল না তাঁকে।
১-০ পিছিয়ে থাকা মহামেডান বিরতির পরে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। ৬২ মিনিটে দুরন্ত ফ্রি-কিক মারেন অ্যাশলে কোলি। ২৩ মিটার দূর থেকে নেওয়া শট পোস্টের একেবারে বাঁদিক ঘেঁষে জড়িয়ে যায় গোলে। সমতা ফেরানোর পরে আরও ঝাঁজাল আক্রমণে নেমেছিল মহামেডান। তবে শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোনও দলই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.