Advertisement
Advertisement
Kylian Mbappe

একটাই গোল, বার বার মাস্ক বদল! ইউরোয় এমবাপেকে নিয়ে শোরগোল

চলতি ইউরোয় এমবাপের গোলসংখ্যা ১টি। কিন্তু এখনও পর্যন্ত একাধিকবার মাস্ক পরে নেমেছেন তিনি।

Mask of Kylian Mbappe remains talk of the town

এমবাপে।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 3, 2024 12:08 pm
  • Updated:July 3, 2024 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোয় ফ্রান্স অধিনায়ক এমবাপের গোলসংখ্যার থেকে তাঁর মাস্ক নিয়েই বেশি চর্চা। 
চলতি ইউরোয় এমবাপের গোলসংখ্যা ১টি। কিন্তু এখনও পর্যন্ত একাধিকবার মাস্ক পরে নেমেছেন তিনি। অস্ট্রিয়া-ম্যাচে নাক ভেঙেছিল এমবাপের। গ্রুপ পর্বে বাকি ম্যাচগুলোয় মাস্ক পরে নামেন তারকা। প্রি কোয়ার্টার ফাইনালেও মাস্ক পরিহিত এমবাপেকে দেখা যাবে। মাস্ক পরে নামায় ফরাসি তারকাকে সমস্যায় পড়তে হচ্ছে। ভালো করে দেখতে পাচ্ছেন না।  

[আরও পড়ুন: গাকপো-মায়ায় ষোলো বছর পর শেষ আটে ডাচরা, অস্ট্রিয়া-বধ করে কোয়ার্টারে তুরস্ক]

এখনও পর্যন্ত তিনটি মাস্ক পরে নেমেছেন এমবাপে। মাস্ক বদলালেও গোল পাননি তিনি। মাস্ক নিয়ে যে সমস্যায় পড়েছেন ফরাসি দশ নম্বর জার্সিধারী, তা মেনে নিচ্ছেন ফরাসি কোচ দেশঁও। এমবাপেকে বলতে শোনা গিয়েছে, ”মাস্কের জন্য দৃষ্টিশক্তিতে সমস্যা হচ্ছে। সামনের দিকে দেখতে অসুবিধা হচ্ছে না। দুপাশে দেখতে সমস্যা হচ্ছে।”
মাস্ক নিয়ে বিতর্কেও জড়াতে হয়েছে এমবাপেকে। ফ্রান্সের পতাকার রঙে বানানো মাস্ক পরে খেলতে চেয়েছিলেন। কিন্তু উয়েফার বাধায় সেই মাস্ক পরে আর নামা হয়নি এমবাপের। পোল্যান্ড-ম্যাচে কালো মাস্ক পরে মাঠে নামেন। বেলজিয়ামের বিরুদ্ধে শ্বাস নিতে যাতে সমস্যা না হয়, সেই ধরনের মাস্ক পরে খেলেন।  পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ওই একটাই ফিল্ড গোলে। বাকি ২টি আত্মঘাতী গোল। এমবাপের মাস্ক নিয়ে চিন্তার মধ্যেই ফ্রান্স কোয়ার্টার ফাইনালে নামছে রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে। প্রথমবার ইউরোর কোয়ার্টার ফাইনালে নামছেন এমবাপেও।  

Advertisement

[আরও পড়ুন: আরও পিছোল কোহলিদের দেশে ফেরা, কবে দিল্লি পৌঁছবে টিম ইন্ডিয়া?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement