Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

সেমিফাইনালের আগে উদ্বেগ মোহনবাগানে, জামশেদপুরের বিরুদ্ধে অনিশ্চিত আপুইয়া-মনবীর

চোট নিয়ে জাতীয় দল থেকে ফিরেছেন আপুইয়া ও মনবীর সিং।

Manvir Singh and Apuia is not fit for ISL semifinal clash of Mohun Bagan

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 1, 2025 3:00 pm
  • Updated:April 1, 2025 3:00 pm  

স্টাফ রিপোর্টার: চোট নিয়ে জাতীয় দল থেকে ফিরেছেন আপুইয়া ও মনবীর সিং। আশা ছিল কয়েকদিন রিহ্যাব করলে সুস্থ হয়ে উঠতে পারবেন এই দুই ফুটবলার। কিন্তু সেমিফাইনালের তিন দিন আগেও মোহনবাগান কোচ জোসে মোলিনা নিশ্চিতভাবে বলতে পারছেন না, প্রথম লেগে জামশেদপুরের বিরুদ্ধে এই দুই ফুটবলারকে পাচ্ছেন তিনি।

সোমবারও পুরো অনুশীলন করতে পারলেন না আপুইয়া ও মনবীর। বিকল্প হিসাবে মাঝমাঠে তৈরি রাখা হচ্ছে অনিরুদ্ধ থাপার সঙ্গে দীপক টাংরিকে। মনবীর না পারলে সাহাল আবদুল সামাদকে দিয়ে উইংয়ে আক্রমণ শানানোর পরিকল্পনা করতে পারেন মোলিনা। যদিও এখনও হাতে দুটি ট্রেনিং সেশন পাবেন সবুজ-মেরুন কোচ। সেই দুই দিনের মধ্যে যদি এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ফিট না হতে পারেন তাহলে বিকল্প পরিকল্পনাই প্রয়োগ করবেন তিনি।

Advertisement

তবে লিগ শিল্ড জয়ের পর থেকেই মোহনবাগানে এখন ফিল গুড আবহাওয়া। মোহনবাগান ফুটবলাররা বারবার বলে থাকেন, এটা শুধু দল নয়, একটা পরিবার। এই সাফল্যের পিছনেও ফুটবলারদের এই মানসিকতা একটা বড় কারণ। এদিন তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। মোহনবাগান ম্যাসিওর সুভাষ মান্নাকে বাইক উপহার দিলেন মোহনবাগানের ফুটবলাররা। সুভাষ ফুটবলারদের কাছে খুব প্রিয়। কিন্তু তাঁর বাইক ছিল না। তাঁর যাতায়াতের সুবিধার জন্যই মোহনবাগান ফুটবলাররা এই উপহার দিলেন।

এদিন সুভাষের হাতে বাইকের চাবি তুলে দেন অধিনায়ক শুভাশিস বসু। গত তিন বছর ধরে মোহনবাগানের ম্যাসিওর হিসাবে কাজ করছেন বারাকপুরের সুভাষ। তাঁকে বাইক দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন শুভাশিস ও মনবীর। এদিন অনুশীলন শেষে সব ফুটবলারদের তরফ থেকে বাইকের চাবি তুলে দেওয়া হয় সুভাষের হাতে। এই প্রথম নয়। এর আগেও এক সাপোর্ট স্টাফকে দু’বছর আগে বাইক কিনে দিয়েছিলেন শুভাশিসরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub