সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই জানিয়ে দিয়েছিলেন অবসরের কথা। দিনক্ষণও ঠিক ছিল। যার সঙ্গে মিল রয়েছে তাঁর জার্সির নম্বরের। অবশেষে ফুটবলকে বিদায় জানালেন আন্দ্রে ইনিয়েস্তা। সঙ্গী হল চোখের জল। আর বন্ধু ইনিয়েস্তাকে নিয়ে আবেগঘন পোস্টে বিদায় যন্ত্রণা আরও বাড়িয়ে দিলেন লিওনেল মেসি(Lionel Messi)।
স্পেনের ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার তিনি। ফুটবলের ইতিহাসে বললেও ভুল বলা হয় না। বার্সেলোনার সাফল্যের অন্যতম কারিগর। মাঝমাঠে শিল্পের ছোঁয়ার সঙ্গে থাকত গোলের মুখ খুলে ফেলার মতো হিসেবনিকেশ। জাভি, ইনিয়েস্তা আর মেসির যুগলবন্দিতে অসংখ্য ট্রফি ঢুকেছে বার্সেলোনায়। তেমনই স্পেনের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ। দুটো ইউরো কাপ। অথচ কখনই ব্যালন ডি’ওর জেতেননি। ১০ নম্বর বা ৭ নম্বর জার্সি যেমন বিখ্যাত, তেমনই ৮ নম্বর জার্সিকে বিখ্যাত করেছেন ইনিয়েস্তা(Andres Iniesta)।
তার সঙ্গে মিল রেখে ৮ অক্টোবর অবসর নিলেন তিনি। সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওয় ইনিয়েস্তাকে নিয়ে বার্তা দেন প্রাক্তন কোচরা। যেখানে ছিলেন পেপ গুয়ার্দিওলা, ভিসেন্তে দেল বস্কি, লুইস এনরিকের মতো কোচরা। পেপ জানান, বার্সেলোনা যখন খারাপ ফর্মে ছিল, তখন কীভাবে উৎসাহিত করেছিলেন ইনিয়েস্তা। তাঁর অফুরন্ত প্রাণশক্তির প্রশংসা করেন এনরিকে। আরেক কোচ সেরা ফেরার বলেন, “ও এমন একজন ফুটবলার, যে ছাত্র হওয়ার আগেই শিক্ষক হয়ে গিয়েছে। সব সময় তৈরি হয়ে থাকত।” সেই ভিডিওয় কথা বলতে গিয়ে একাধিকবার কেঁদে ফেলেন ইনিয়েস্তা।
লা মাসিয়া থেকে উঠে আসার পর ২০০২ সালে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইনিয়েস্তার। ২০১৮-য় বার্সেলোনার হয়ে শেষ ম্যাচের পর ফাঁকা স্টেডিয়ামে অনেকক্ষণ একা বসেছিলেন তিনি। তার পর খেলেছেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। শেষ বছরে খেলেছেন সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব এমিরেটসে। তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় মেসি লিখেছেন, “তুমি এমন একজন সঙ্গী, যার মধ্যে ম্যাজিক আছে। যার সঙ্গে খেলে সব থেকে বেশি আনন্দ পেয়েছি। ফুটবল তোমাকে মিস করবে। আমরাও করব। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। তুমি অসাধারণ।”
ইনিয়েস্তা যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটার নাম ‘The Game Continues’। ইনিয়েস্তাও তো অন্য এক ফুটবল সংস্কৃতি। যেখানে স্পেন বা বার্সার সমর্থকের বাস শুধু নয়। সারা পৃথিবীর ফুটবলপ্রেমীরাই বেড়াতে যেতে ভালবাসেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.