স্টাফ রিপোর্টার: পর্তুগালের জার্সিতে কি ঘরের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
মঙ্গলবার রাতে আভেইরোর আয়ারল্যান্ড ম্যাচের পর সেই জল্পনা নতুন করে শুরু হয়েছে। আর সেই জল্পনায় ইন্ধন দেওয়ার কাজটা অন্য কেই নন, করেছেন স্বয়ং রোনাল্ডোই (Cristiano Ronaldo)! জাতীয় দলে ফিরেই জোড়া গোল করেছেন সিআর। তাঁর পারফরম্যান্সে ভর করেই ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। আর ম্যাচ শেষ পর্তুগিজ মহাতারকা বলে গিয়েছেন, “গোল করতে পারলে ভালো লাগে। তবে আমি এখন খেলাটা উপভোগ করার উপরেই নজর দিই। আমি জানি যে আমার হাতে আর খুব বেশি সময় নেই। এভাবে বছরের পর বছর খেলতে পারাটা আমার কাছে আনন্দের। তবে আমার এখন ৩৯ বছর হয়ে গিয়েছে। ফলে প্রতিটা বছর উপভোগ করাটাই এখন মূল কথা।”
দু’দশকেরও বেশি সময় জাতীয় দলের জার্সিতে খেলছেন রোনাল্ডো। আগামী বুধবার রাতে লিপজিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল। সেম্যাচ খেললেই প্রথম ফুটবলার হিসাবে হাফ ডজন ইউরো (Euro Cup) খেলার বিরল রেকর্ড গড়বেন তিনি। সে প্রসঙ্গে সিআর বলেন, “জাতীয় দলের হয়ে খেলাটা আমার কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটা। আর ইউরো সবসময়ই আমার কাছে বিশেষ জায়গা পায়। ষষ্ঠবার ইউরো খেলব, সেটা একটা রেকর্ড। তবে ২০০৪ সালে ইউরোয় প্রথম ম্যাচটা খেলার সময় যতটা গর্বিত ছিলাম, আমি আজও ততটাই গর্বিত।” আট বছর আগে এই ইউরো জিতেই জাতীয় দলের জার্সিতে প্রথম ট্রফিটা পেয়েছিলেন সিআর।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে অবশ্য গোল করার আগে থেকেই আলোচনায় তিনি। ম্যাচের আগে হুইলচেয়ারে বসা এক বালিকাকে সঙ্গে নিয়ে মাঠে আসেন রোনাল্ডো। জাতীয় সঙ্গীত চলাকালীন পুরো সময়টাই ওই বালিকার হাত ধরে রাখেন। দিন দুয়েক আগেও বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছে তাঁকে।
অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন লিওনেল মেসিও (Leo Messi)। কোপা আমেরিকায় (Copa America) নামার আগে জানিয়ে দিয়েছেন, ইন্টার মায়ামিই তাঁর শেষ ক্লাব হতে চলেছে। “আমি ফুটবল খেলেতে ভালোবাসি, সারাজীবন এটাই করেছি। প্রতিদিন প্র্যাকটিস করা, ম্যাচ খেলা- সেসব ভালো লাগে আমার। তবে এখন ধীরে ধীরে আমি সমাপ্তির দিকে যাচ্ছি। আমি এখনও জাতীয় দলের হয়ে খেলাটা উপভোগ করি। কারণ জানি, খেলা ছাড়ার পর এই সব মুহূর্তের শূন্যতা অনুভব করব আমি।” অতএব, হে ফুটবলভক্ত, এবার দুই মহাতারকাকে বিদায় জানানোর জন্য মানসিক প্রস্তুতিটা সেরেই ফেলুন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.