Advertisement
Advertisement
Kylian Mbappe

‘কারও সঙ্গে যেন এরকম না হয়…’, পিএসজিকে বিঁধলেন এমবাপে

রিয়ালের সরকারি ঘোষণার পরদিনই বিস্ফোরণ এমবাপের।

Kylian Mbappe blasted Paris Saint Germain

কিলিয়ান এমবাপে। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 4, 2024 11:46 pm
  • Updated:June 5, 2024 12:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান, রিয়াল মাদ্রিদে শুরু এমবাপে যুগ। পাঁচ বছরের জন্য রিয়ালে সই করলেন ফরাসি তারকা ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদ সরকারিভাবে এই ঘোষণা করার পরদিনই বিস্ফোরণ ঘটালেন কিলিয়ান এমবাপে। প্যারিস সাঁ জাঁকে একহাত নিলেন ফরাসি তারকা। সাংবাদিক বৈঠকে বলে দিলেন, তাঁর সঙ্গে যা হয়েছে, তা অন্য কারওর সঙ্গে যেন না হয়।
ফরাসি তারকার সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ যে অসদাচরণ করেছে তা সর্বসমক্ষে জানান ফরাসি তারকা। ফাঁস করেন ভিতরের কথা। প্যারিস সাঁ জাঁর সঙ্গে চুক্তি নবীকরণ না করায় তাঁর উপরে রেগে গিয়েছিল ফরাসি ক্লাব। রিজার্ভ দলের সঙ্গে অনুশীলনে পাঠানো হয়েছিল এমবাপেকে। তিনি বলেন, ”প্যারিস সাঁ জাঁর হয়ে যে আমি আর খেলব না, তা কড়া ভাষায় ওরা আমাকে বুঝিয়ে দিয়েছিল।” 

[আরও পড়ুন: ‘রাহুল ভাইয়ের চলে যাওয়াটা কষ্টকর’, কোচের বিদায় মানতে পারছেন না রোহিত]

 

Advertisement

অসম্মানিত হয়েছিলেন এমবাপে। যে ক্লাবের হয়ে নিজেকে নিংড়ে দিয়েছিলেন একসময়ে, সেই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে না চাওয়ার ফলাফল হয়েছিল অপ্রীতিকর। অতীতে লিও মেসির সঙ্গেও খারাপ ব্যবহার করেছিল প্যারিসের ক্লাব। তা নিয়ে সরব হয়েছিলেন এমবাপে। এবার তাঁর সঙ্গেই এমন আচরণ করল সাঁ জাঁ। এই সময়ে দুজন এমবাপেকে খুব সাহায্য করেছিলেন। তাঁরা না থাকলে এমবাপের পক্ষে হয়তো মাঠে নামা সম্ভবই হত না। ফরাসি তারকা বলেছেন, ”হেড কোচ লুই এনরিকে এবং ফুটবল উপদেষ্টা লুই ক্যাম্পস ছাড়া আমার পক্ষে মাঠে ফেরা সম্ভব হত না। ওরা আমাকে সাহায্য করেছিল। এটাই সত্যি।”
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুভেচ্ছা জানিয়েছেন এমবাপেকে। রিয়াল ভক্তরা আশায় বুক বাঁধছেন। এমবাপে বলছেন, ”অনেক চাপ ছিল। তবে এটাই ফুটবল। জীবনে আরও অনেক সিরিয়াস জিনিস রয়েছে। আমি কাঁদার জন্য আসিনি।”
রিয়ালের সাজঘর যে বিষাক্ত হয়ে গিয়েছিল তাঁর জন্য, সে কথা খুল্লমখুল্লা জানিয়ে দিলেন এমবাপে।

[আরও পড়ুন: হাঁটুতে চোট, ফরাসি ওপেনের মাঝপথে নাম তুলে নিলেন জকোভিচ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement