Advertisement
Advertisement

Breaking News

Wayanad

বিপর্যস্ত ওয়ানড়ের জন্যই প্রথম গোল, মন জিতলেন ইস্টবেঙ্গলের তরুণ তুর্কি

ভয়াবহ ধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়ানড়।

Jesin TK dedicates his goal to Wayanad
Published by: Anwesha Adhikary
  • Posted:August 8, 2024 1:52 am
  • Updated:August 8, 2024 1:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়ানড়। সরকারি হিসাব অনুযায়ী কেরলের এই জেলায় ২২৪ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বেসরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা চারশো ছাড়িয়েছে। নিজের রাজ্যের এমন দুর্দশা দেখে মন কাঁদছে জেসিন টিকে। তাই ডুরান্ড কাপে গোল করে প্রিয় ওয়ানড়কে বিশেষ বার্তা দিলেন ইস্টবেঙ্গলের তরুণ তুর্কি। নিজের গোল উৎসর্গ করলেন ওয়ানড়কেই। 

বুধবার ডুরান্ড কাপে ডাউনটাউন হিরো এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। কিশোর ভারতী স্টেডিয়ামের সেই ম্যাচে ৩-১ জিতেছেন নাওরেম মহেশরা। গোল করে দলকে জেতান মাদিহ তালাল এবং এদিন অধিনায়কের আর্মব্যান্ড পরে নামা সল ক্রেসপো। পরিবর্ত হিসাবে নেমেই দুরন্ত গোল করেন জেসিন টিকে। অতিরিক্ত সময়ে ম্যাজিক দেখালেন তরুণ তারকা। ৯৩ মিনিটে গোল আসে তাঁর পা থেকে। ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হয়ে এটাই তাঁর প্রথম গোল।

Advertisement

[আরও পড়ুন: Exclusive: ‘২ কেজি বেশি ওজনেও ছাড়পত্র মেলে’, কুস্তির নিয়ম হাতিয়ার করে CAS-এ আবেদন ভিনেশের

তবে সকলের নজর কাড়ে ম্যাচ জেতার পরে জেসিনের অভিনব সেলিব্রেশন। কেরলের ভূমিপুত্র জেসিন একটি লাল হলুদ জার্সি নিয়ে এগিয়ে যান গ্যালারির দিকে। ইস্টবেঙ্গলের লোগো দেওয়া সেই জার্সিতে লেখা ছিল, “শক্ত থাক ওয়ানড়। আমরা আছি তোমার পাশে। এই গোলটা তোমার জন্য।” জেসিনের এই বিশেষ ভঙ্গি মন জিতে নিয়েছে ফুটবলপ্রেমীদের।

উল্লেখ্য, গত ৩০ জুলাই মধ্যরাতে ভয়াবহ ধস নামে ওয়ানাড়ের পাহাড়ি এলাকায়। কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হয় গোটা এলাকা। দুর্ঘটনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে নামে দেশের তিন সেনা। এই দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ২২৪ জনের। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী ১০ আগস্ট ওয়ানড় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

[আরও পড়ুন: রাতারাতি কীভাবে বাড়ল ভিনেশের ওজন? জবাব ভারতীয় দলের চিকিৎসকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement